পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
A
মেসোপটেমীয় সভ্যতা
B
সুমেরীয় সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
অ্যাসেরীয় সভ্যতা
উত্তরের বিবরণ
মানবসভ্যতার সূচনালগ্নে বিশ্বের প্রথম দিককার উন্নত সভ্যতাগুলোর একটি হলো মেসোপটেমিয়া সভ্যতা। এটি গড়ে ওঠে দজলা ও ফোরাত নদীর মাঝখানে অবস্থিত উর্বর ভূমিতে, যা বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত।
• মেসোপটেমিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি”।
• এ সভ্যতা ছিল সম্পূর্ণ সেচনির্ভর, কারণ কৃষিকাজের জন্য নদীর পানি ব্যবস্থাপনা ছিল প্রধান অবলম্বন।
• নদী দুটির বার্ষিক বন্যা মাটিতে পুষ্টি এনে কৃষিকে সমৃদ্ধ করত, ফলে জনবসতি দ্রুত বৃদ্ধি পায়।
• এ সভ্যতার বিকাশ ঘটে চারটি ধারায়— সুমেরীয়, ব্যাবিলনীয়, আশেরীয় ও ক্যালডীয়— যেগুলো ধারাবাহিকভাবে রাজনৈতিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধন করে।
• মেসোপটেমিয়ার মানুষ লিপি, গণিত, আইন ও স্থাপত্যে অসাধারণ কৃতিত্ব দেখায়, যা পরবর্তী সভ্যতাগুলোর ভিত্তি স্থাপন করে।
0
Updated: 7 hours ago