সিসমোগ্রাফ কী?
A
রক্তচাপ মাপক যন্ত্র
B
ভূমিকম্প মাপক যন্ত্র
C
ভূমিকম্প মাপক যন্ত্র
D
বৃষ্টি মাপক যন্ত্র
উত্তরের বিবরণ
সিসমোগ্রাফ (Seismograph) হলো এমন একটি যন্ত্র যা ভূমিকম্পের কম্পন রেকর্ড করে এবং ভূকম্পনের সময়, মাত্রা ও উৎস নির্ণয়ে সহায়তা করে। ভূমিকম্পের তীব্রতা বা শক্তি মাপা হয় রিখটার স্কেল দ্বারা, যা ১ থেকে ৯ পর্যন্ত মানে কম্পনের শক্তি প্রকাশ করে।
• রক্তচাপ মাপার যন্ত্র: স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer), যা রক্তচাপের সিস্টোলিক ও ডায়াস্টোলিক মান নির্ধারণে ব্যবহৃত হয়।
• সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র: ফ্যাদোমিটার (Fathometer), যা প্রতিধ্বনি (Echo Sounding) পদ্ধতির মাধ্যমে গভীরতা নির্ণয় করে।
• বৃষ্টি মাপার যন্ত্র: রেইন গেজ (Rain Gauge), যা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু বৃষ্টিপাত হয়েছে তা মাপে।
• এই সব যন্ত্র আবহাওয়া, ভূতত্ত্ব ও চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 3 hours ago