লাল গ্রহ কাকে বলা হয়?
A
মঙ্গল গ্রহ
B
বুধ গ্রহ
C
বৃহস্পতি গ্রহ
D
শনি গ্রহ
উত্তরের বিবরণ
সৌরজগতে মোট ৮টি গ্রহ রয়েছে—বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। একসময় প্লুটোকেও নবম গ্রহ হিসেবে ধরা হতো, তবে ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ (IAU) সেটিকে বামন গ্রহ হিসেবে শ্রেণিবদ্ধ করে। মঙ্গল গ্রহ, সূর্য থেকে চতুর্থ গ্রহ, এর পৃষ্ঠে লৌহ অক্সাইড থাকার কারণে এটি লালচে বর্ণের দেখায়, তাই একে বলা হয় ‘লাল গ্রহ’।
• সবুজ গ্রহ হিসেবে পরিচিত ইউরেনাস, যার বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি এর অনন্য সবুজাভ রঙ তৈরি করে।
• গ্রহরাজ বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যার ভর পৃথিবীর তুলনায় ৩১৮ গুণ।
• এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়।
0
Updated: 3 hours ago