বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
A
৪র্থ
B
৫ম
C
৬ষ্ঠ
D
৭ম
উত্তরের বিবরণ
ইথনোলগ (Ethnologue) প্রকাশিত ‘বিশ্ব ভাষাচিত্র–২০২৩’ প্রতিবেদনে বিশ্বব্যাপী ভাষার ব্যবহার ও মাতৃভাষাভিত্তিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী, ইংরেজি ও বাংলা ভাষা উভয়ই বিশ্বের অন্যতম প্রভাবশালী ভাষা।
• সর্বাধিক ব্যবহৃত ভাষা: বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো ইংরেজি, যা আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
• বাংলা ভাষার অবস্থান: মোট ভাষাভাষীর দিক থেকে বাংলা বিশ্বের ৭ম সর্বাধিক ব্যবহৃত ভাষা।
• মাতৃভাষার হিসেবে: মাতৃভাষাভিত্তিক ক্রমে বাংলা ৫ম স্থানে, যা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অভিবাসী বাঙালিদের মাধ্যমে বিস্তৃত।
• মাতৃভাষায় শীর্ষে: মান্দারিন বা চীনা ভাষা বিশ্বে সর্বাধিক মাতৃভাষাভাষী জনগোষ্ঠীর ভাষা।
0
Updated: 3 hours ago
ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান -
Created: 2 weeks ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতূর্থ
0
Updated: 2 weeks ago