একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
A
২.৫
B
৫.০
C
৭.৫
D
২৫
উত্তরের বিবরণ
সমাধান:
বর্গাকার জমির পাশের দৈর্ঘ্য = ১০ মিটার
বর্গাকার জমির মোট ক্ষেত্রফল = ১০ × ১০ = ১০০ বর্গমিটার
বর্গের দুইটি কোণাকুণি আয়ল (diagonal) এভাবে আঁকা হলে বর্গটি চারটি সমান ত্রিভুজে ভাগ হয়ে যায়।
প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল = মোট ক্ষেত্রফল ÷ ৪
= ১০০ ÷ ৪
= ২৫ বর্গমিটার
উত্তর: ২৫ বর্গমিটার
0
Updated: 3 hours ago
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
10 বর্গমিটার
B
12 বর্গমিটার
C
16 বর্গমিটার
D
20 বর্গমিটার
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার
∴ ক্ষেত্রফল = (b/4){√4(a)2 - (b)2}
= (8/4){√4(5)2 - (8)2}
= 2 × {√(100 - 64)}
= 2√36
= 2 × 6
= 12
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
0
Updated: 2 months ago
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
Created: 1 month ago
A
২, ৫ এবং ৬
B
৩, ৪ এবং ৫
C
২, ৩ এবং ৫
D
৫, ৬ এবং ৮
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব,
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব,
২ + ৩ = ৫ = ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয় এবং
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
0
Updated: 1 month ago
একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি ও ৪ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ৫ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
Created: 1 month ago
A
৩০ বর্গ সেমি
B
৩৬ বর্গ সেমি
C
৫৪ বর্গ সেমি
D
৬৪ বর্গ সেমি
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি ও ৪ সে.মি এবং এদের লম্ব দূরত্ব ৫ সে.মি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
সমাধান:
দেওয়া আছে,
সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, a = ৮ সেমি এবং b = ৪ সেমি।
তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা, h = ৫ সেমি।
আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা
= (১/২) × (৮ + ৪) × ৫
= (১/২) × ১২ × ৫
= ৬ × ৫
= ৩০ বর্গ সেমি।
অতএব, পাতটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।
0
Updated: 1 month ago