দুটি সংখ্যার অনুপাত ৩:৪ তাদের ল.সা.গু. ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
A
৫৫
B
৫৬
C
৬০
D
৬৩
উত্তরের বিবরণ
সমাধান:
ধরা যাক দুটি সংখ্যা ৩x এবং ৪x।
• দুটি সংখ্যার ল.সা.গু. = ৩x ও ৪x এর ল.সা.গু = ১২x
• দেওয়া হয়েছে ল.সা.গু. = ১০৮, তাই ১২x = ১০৮
• x = ১০৮ ÷ ১২ = ৯
• সুতরাং দুটি সংখ্যা: ৩x = ৩ × ৯ = ২৭, ৪x = ৪ × ৯ = ৩৬
• সংখ্যা দুটির যোগফল = ২৭ + ৩৬ = ৬৩
উত্তর: ৬৩
0
Updated: 3 hours ago
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
Created: 1 month ago
A
৫০ মিটার
B
৭৫ মিটার
C
২৫ মিটার
D
২০ মিটার
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৩ক + ক) মিটার
= ৮ক মিটার
প্রশ্নমতে,
৮ক = ২০০
বা, ক = ২০০/৮
∴ ক = ২৫
∴ প্রস্থ = ২৫ মিটার
0
Updated: 1 month ago
d10 ×
d-7 × d-2 × d-1 × d0 = কত?
Created: 1 month ago
A
0
B
d
C
1
D
d3
প্রশ্ন: d10 × d-7 × d-2 × d-1 × d0 = কত?
সমাধান:
d10 × d-7 × d-2 × d-1 × d0
= d10 - 7 - 2 - 1 + 0
= d0
= 1
0
Updated: 2 weeks ago
cosθ=1/2; cosθ হলে, θ এর মান কত?
Created: 3 days ago
A
30°
B
60°
C
45°
D
75°
প্রশ্নঃ cosθ = ১/২ হলে, θ এর মান কত?
সমাধানঃ
আমরা জানি,
cos 60° = ১/২
অতএব,
cosθ = ১/২ ⇒ θ = 60°
উত্তরঃ 60°
0
Updated: 3 days ago