A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কুসুমকুমারী দাস
C
মদনমোহন তর্কালঙ্কার
D
কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরের বিবরণ
• "সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি" — এই পঙ্ক্তিটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতা থেকে নেওয়া হয়েছে।
• মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
-
তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পারিবারিক পদবি ছিল চট্টোপাধ্যায়, তবে তিনি 'তর্কালঙ্কার' উপাধি নামেই বেশি পরিচিত।
-
তিনি শিশুদের জন্য উপযোগী একটি অসাধারণ বই ‘শিশু শিক্ষা’ রচনা করেন, যা তিন খণ্ডে প্রকাশিত হয় (১৮৪৯ ও ১৮৫৩ সালে)।
-
তাঁরই লেখা বিখ্যাত শিশুপাঠ্য কবিতা “পাখি সব করে রব রাতি পোহাইল”।
-
তাঁর মৌলিক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো:
-
রসতরঙ্গিণী
-
বাসবদত্তা
-
• 'আমার পণ' কবিতার অংশবিশেষ:
আমার পণ
মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভাল মনে।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
Created: 4 weeks ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুভাষ মুখোপাধ্যায়
C
কাজী ইমদাদুল হক
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাকে বাংলা উপন্যাসের পিতা বলা হয়।
-
তার প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’ ১৮৫৬ সালে প্রকাশিত হয়।
-
প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ ইংরেজিতে লিখিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে তিনি রচনা করেন।
-
তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী, এবং সীতারাম।
-
তিনি ১৮৯৪ সালে মারা যান।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে:
কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি।
তার লেখা প্রবন্ধের কিছু নাম:
লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।
অন্য কিছু উল্লেখযোগ্য লেখক:
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) কবি ও রাজনীতিবিদ, ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম।
-
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা-
Created: 2 months ago
A
লালন শাহ
B
সিরাজ সাঁই
C
মদন বাউল
D
পাগলা কানাই
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ — এই প্রসিদ্ধ গানটির রচয়িতা ছিলেন বাউল সম্রাট খ্যাত লালন শাহ্।
লালন শাহ্ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
লালন শাহ্ (১৭৭২-১৮৯০) বাউল সাধনার অন্যতম প্রধান গুরু এবং বাউল সঙ্গীতের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক হিসেবে পরিচিত।
-
তিনি ১১৭৯ বঙ্গাব্দের ১লা কার্তিকে (১৭৭২ খ্রিস্টাব্দ) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
মতান্তরে, কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তাঁর জন্মসূত্র।
-
লালন শাহ্ জাতিভেদের ধার্মিক ও সামাজিক বিভাজনকে কখনো মানতেন না। তিনি একথা স্পষ্ট করেছিলেন তাঁর গানে:
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে,
লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।’
অর্থাৎ, মানবজাতির মধ্যে জাতপাতের কোনো প্রকৃত বৈষম্য নেই।
লালন শাহ্ এর জনপ্রিয় অন্যান্য গানসমূহ:
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘মিলন হবে কত দিনে’
-
‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’
-
‘তিন পাগলের মেলা’
-
‘সময় গেলে সাধন হবে না’
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'লালসালু' উপন্যাসটির লেখক কে?
Created: 1 month ago
A
মুনির চৌধুরী
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
শওকত আলী
লালসালু
প্রকাশ ও প্রেক্ষাপট:
সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত ‘লালসালু’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে কলকাতা থেকে। বাংলা সাহিত্যে এটি একটি মাইলফলক, যেখানে গ্রামবাংলার জীবন, প্রকৃতি ও ধর্মীয় শোষণের বাস্তবতা গভীরভাবে তুলে ধরা হয়েছে।
কাহিনিসূত্রের মূল সুর:
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ, এক ধূর্ত ধর্মব্যবসায়ী। সে নোয়াখালি থেকে গারো পাহাড়ি অঞ্চলের এক গ্রামে এসে নামহীন একটি কবরকে পিরের মাজার বলে দাবি করে এবং ধর্মের নামে সরল মানুষদের ধোঁকা দিয়ে নিজের আধিপত্য কায়েম করে। মজিদের এই ষড়যন্ত্রে ধর্ম হয়ে ওঠে একটি শক্তিশালী অস্ত্র।
প্রধান চরিত্রসমূহ:
-
মজিদ — ধর্মব্যবসায়ী, কেন্দ্রীয় চরিত্র
-
জমিলা — মজিদের দ্বিতীয়, প্রতিবাদী তরুণী স্ত্রী
-
খালেক ব্যাপারি — প্রভাবশালী গ্রামবাসী
-
রহিমা — মজিদের প্রথম স্ত্রী
-
আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা — অন্যান্য গ্রামীণ চরিত্র, যারা উপন্যাসে সমাজচিত্রকে ঘনীভূত করে
দ্বিতীয় স্ত্রীর হাতেই অপমানিত মজিদ:
যদিও মজিদ ক্ষমতা, অর্থ ও নারীত্ব সব কিছু নিজের করায়ত্ত করতে চায়, কিন্তু জমিলা তাকে লাঞ্ছিত করে তার কর্তৃত্বের ভিত্তিকে নাড়িয়ে দেয়। জমিলাকে লেখক এক বিদ্রোহিণী নারীর প্রতীকে রূপ দিয়েছেন।
উপন্যাসের মূল্যায়ন:
'লালসালু' কেবল ধর্ম নিয়ে নয়, এটি সময়, সমাজ, ক্ষমতা ও প্রতারণার সীমানা পেরিয়ে এক কালোত্তীর্ণ সাহিত্যকীর্তি। লেখকের ভাষায়,
"খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে।" — এই একটি পঙক্তিতেই মজিদের মতো ধর্মব্যবসায়ীদের ভণ্ডামি ফুটে উঠেছে।
আন্তর্জাতিক অনুবাদ ও স্বীকৃতি:
-
ইংরেজিতে: Tree Without Roots (১৯৬৭)
-
ফরাসিতে: L’Arbre Sans Racines (১৯৬১), অনুবাদক: লেখকের স্ত্রী Anne Marie
✍️ সৈয়দ ওয়ালীউল্লাহ্: সমাজ-সচেতন কথাশিল্পী
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২২, ষোলশহর, চট্টগ্রাম
-
ছাত্রজীবনে সম্পাদনা করতেন হাতে লেখা পত্রিকা ভোরের আলো (ফেনি স্কুলে)
-
প্রথম গল্প: হঠাৎ আলোর ঝলকানি, প্রকাশিত হয় ঢাকা কলেজ ম্যাগাজিনে
-
পেশাগতভাবে কাজ করেছেন ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় (১৯৪৫-১৯৪৭)
উল্লেখযোগ্য উপন্যাস:
-
লালসালু (১৯৪৮)
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian (ইংরেজি)
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
উজান মৃত্যু
এইভাবে ‘লালসালু’ কেবল এক উপন্যাস নয়, বরং ধর্মীয় ভণ্ডামি ও ক্ষমতার লোভে সমাজে কীভাবে সাধারণ মানুষ নিপীড়িত হয়, তার এক শক্তিশালী সাহিত্যিক দলিল। সৈয়দ ওয়ালীউল্লাহর এই সৃষ্টি বাংলা কথাসাহিত্যের এক অসাধারণ অর্জন।

0
Updated: 1 month ago