‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
A
মযহারুল ইসলাম
B
রফিকুল আজাদ
C
হুমায়ূন কবির
D
জাহানারা ইমাম
উত্তরের বিবরণ
‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থের রচয়িতা মযহারুল ইসলাম।
-
মযহারুল ইসলাম বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি, যিনি সমকালীন কাব্যচর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
-
‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম, যেখানে মানবজীবন, সামাজিক বাস্তবতা ও মানসিক অনুভূতির প্রতিফলন ঘটেছে।
-
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ: যেখানে বাঘের থাবা, আর্তনাদে বিবর্ণ, মাটির ফসল, যা সমকালীন বাংলা কবিতার গুরুত্বপূর্ণ অংশ।
-
কাব্যে মযহারুল ইসলাম প্রকৃতি, জীবনযাত্রা ও মানুষের মানসিকতায় গভীর দৃষ্টি দেন।
-
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
রফিকুল আজাদ → প্রবন্ধ ও গল্প লেখক, কাব্যগ্রন্থের রচয়িতা নয়।
-
হুমায়ূন কবির → ঔপন্যাসিক, কবি নয়।
-
জাহানারা ইমাম → সাহিত্যিক ও প্রবন্ধকার, কাব্যগ্রন্থের লেখক নয়।
-
-
মযহারুল ইসলামের কাব্যবাংলা সাহিত্যে সমকালীন প্রভাবশালী।
0
Updated: 3 hours ago
কোনটি শামসুর রাহমানের রচনা?
Created: 4 months ago
A
নিরন্তর ঘণ্টাধ্বনি
B
নির্জন স্বাক্ষর
C
নিরালোকে দিব্যরথ
D
নির্বাণ
বাংলা কবিতার আধুনিক ধারায় যাঁরা গভীর প্রভাব ফেলেছেন, শামসুর রাহমান তাঁদের মধ্যে অন্যতম। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পৈত্রিক নিবাস ছিল রায়পুর থানার পাড়াতলী গ্রামে। বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা কাব্যসাহিত্যে তিনি হয়ে ওঠেন এক অনন্য নাম।
কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
নিরালোকে দিব্যরথ (প্রকাশকাল: ১৯৬৮)
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
নিজ বাসভূমে
-
বন্দী শিবির থেকে
-
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
-
আমি অনাহারী
-
প্রতিদিন ঘরহীন ঘরে
-
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
-
বুক তার বাংলাদেশের হৃদয়
-
হরিণের হাড়
-
তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি
📖 শামসুর রাহমানের উপন্যাসসমূহ:
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
অন্যান্য সাহিত্যিক ও তাঁদের রচনা:
-
সেলিনা হোসেন – বিশিষ্ট কথাসাহিত্যিক; তাঁর রচিত ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ একটি প্রভাবশালী উপন্যাস।
-
জীবনানন্দ দাশ – আধুনিক বাংলা কবিতার এক নিভৃতচারী কবি; তাঁর লেখা ‘নির্জন স্বাক্ষর’ একটি চমৎকার কবিতা যা কাব্যিক নিঃসঙ্গতার প্রতিচ্ছবি বহন করে।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 4 months ago
কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের নয়?
Created: 1 month ago
A
প্রলয়োল্লাস
B
ধূমকেতু
C
রণভেরী
D
যৌবনের গান
অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
উল্লেখযোগ্য: প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিখ্যাত কবিতা: বিদ্রোহী (যার জন্য তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত হন)
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২
কাব্যগ্রন্থের কবিতাসমূহ:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
প্রবন্ধ: যৌবনের গান
0
Updated: 1 month ago
৯) মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
Created: 2 months ago
A
চাঁদ সওদাগর
B
ভাঁড়দত্ত
C
ধনপতি
D
মানসিংহ
মনসামঙ্গল কাব্য
সংজ্ঞা ও বিষয়বস্তু
-
সাপের দেবী মনসা-র স্তব, স্তুতি ও কাহিনি নিয়ে রচিত কাব্যকে মনসামঙ্গল বলা হয়।
-
একে পদ্মাপুরাণ নামেও অভিহিত করা হয়।
-
রামায়ণ বা রাধাকৃষ্ণ-কাহিনি মূলত সংস্কৃত প্রভাবিত হলেও, মনসামঙ্গল উদ্ভূত হয়েছে বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকে।
প্রধান আখ্যান
-
চাঁদ সওদাগরের প্রথমে মনসা দেবীর প্রতি বিরূপ মনোভাব এবং পরে তাঁর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে বশ্যতা মেনে নেওয়াই মনসামঙ্গল কাব্যের মূল কাহিনি।
-
এই কাহিনি চৈতন্য-পূর্ব যুগ থেকেই নদী-নালা পরিবেষ্টিত গ্রাম বাংলার সর্পভীত মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
রূপ ও প্রচলন
-
মনসামঙ্গল মূলত পাঁচালি পালা।
-
এর কবির সংখ্যা শতাধিক, আর মুদ্রিত ও অমুদ্রিত পুথির সংখ্যাও বিপুল।
প্রধান কবি
-
আদি কবি: কানা হরিদত্ত
-
অন্যান্য কবি: বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ।
মনসামঙ্গলের প্রধান চরিত্র
-
মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা
তুলনামূলক তথ্য
-
চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র: ভাঁড়দত্ত, ধনপতি
-
অন্নদামঙ্গল কাব্যের চরিত্র: মানসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago