Anatomy শব্দের অর্থ-
A
সাদৃশ্য
B
স্নায়ুতন্ত্র
C
শারীরবিদ্যা
D
অঙ্গ-সঞ্চালন
উত্তরের বিবরণ
‘Anatomy’ শব্দের অর্থ - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, শারীরবিদ্যা।
এরূপকিছু গুরুত্বপূর্ণ পারিভাষিতক শব্দ হলো:
• ‘Cold War’ - অর্থ স্নায়ুযুদ্ধ।
• ‘Xanthic’ অর্থ - হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
• ‘Warship’ অর্থ - রণতরী।
• ‘Virile’ অর্থ - কাপুরুষোচিত।
• ‘Monogram’ - শব্দের অর্থ অভিজ্ঞান।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

0
Updated: 2 months ago
৯) 'Security' এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
আমানত
B
জামানত
C
বন্ধক
D
ইজারা
আর্থিক ও আইনগত পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
---|---|
Security | জামানত |
Mortgage | বন্ধক |
Deposit | আমানত |
Lease | ইজারা |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা

0
Updated: 2 months ago
'আরক্ত' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
লাল রং
B
রক্তবর্ণ
C
ইষৎ রক্তবর্ণ
D
গাঢ় লাল
শব্দার্থ
-
আরক্ত → ইষৎ রক্তবর্ণ
-
নিমিত্তে → অনুরোধ
-
শীকর → জলকণা
-
চলমান → গতিশীল
-
কর্বূর → রাক্ষস
-
উৎকোচ → ঘুষ
-
উৎকুন → উকুন
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 month ago