A
সাদৃশ্য
B
স্নায়ুতন্ত্র
C
শারীরবিদ্যা
D
অঙ্গ-সঞ্চালন
উত্তরের বিবরণ
‘Anatomy’ শব্দের অর্থ - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, শারীরবিদ্যা।
এরূপকিছু গুরুত্বপূর্ণ পারিভাষিতক শব্দ হলো:
• ‘Cold War’ - অর্থ স্নায়ুযুদ্ধ।
• ‘Xanthic’ অর্থ - হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
• ‘Warship’ অর্থ - রণতরী।
• ‘Virile’ অর্থ - কাপুরুষোচিত।
• ‘Monogram’ - শব্দের অর্থ অভিজ্ঞান।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

0
Updated: 4 weeks ago
‘শীকর’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago
'বিরাগী' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
Created: 3 days ago
A
যে নারী বীর
B
যে নারী আনন্দ দান করে
C
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
D
যে নারী বীর সন্তান প্রসব করে
নারী সম্পর্কিত বিশেষণ বা সমার্থক শব্দ
-
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ
-
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
-
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী
-
যে নারী বীর: বীরাঙ্গনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 days ago