A
মধ্যপদলোপী কর্মধারয়
B
ষষ্ঠী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপমান কর্মধারয়
উত্তরের বিবরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
যেসব বাক্য একসাথে মিলিয়ে একটি শব্দ হয় এবং সেখানে মাঝখানের (মধ্যপদ) কোনো শব্দ বাদ পড়ে, সেই ধরনের সমাসকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে:
-
জ্যোৎস্না শোভিত যে রাত → জ্যোৎস্নারাত (মাঝখানের “শোভিত” শব্দটি বাদ গেছে)
-
চালে আশ্রিত কুমড়া → চালকুমড়া (“আশ্রিত” শব্দটি লোপ পেয়েছে)
-
সাহিত্য বিষয়ক সভা → সাহিত্যসভা (“বিষয়ক” শব্দটি বাদ)
-
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন (“চিহ্নিত” শব্দটি লোপ)
-
স্মৃতি রক্ষার জন্য সৌধ → স্মৃতিসৌধ (“রক্ষার্থে” বা “রক্ষার জন্য” বাদ)
এগুলোই মধ্যপদ বাদ দিয়ে গঠিত শব্দ বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব সমাস
B
রূপক সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বিগু সমাস
দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার/সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন।
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল;
- তে (তিন) মাথার সমাহার = তেমাথা;
- শত অব্দের সমাহার = শতাব্দী।
[লক্ষণীয়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তা দ্বিগু সমাস নয়।]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 1 week ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 1 week ago
'সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য' কোন সমাস?
Created: 3 months ago
A
বহুব্রীহি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব সমাস
D
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
যে সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত হয়ে সমাস নিষ্পন্ন হয় এবং অব্যয়ের অর্থই মূল প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এই সমাসে মূলত অব্যয়ের অর্থ অনুযায়ী পুরো বাক্যটি গঠিত হয়।
উদাহরণ:
-
‘উৎ’ অর্থে বেলাকে অতিক্রম করেছে = উদ্বেল,
-
শৃঙ্খলাকে অতিক্রম করেছে = উচ্ছৃঙ্খল,
-
সাধ্যের মধ্যে থেকে (সাধ্যকে অতিক্রম না করে) = যথাসাধ্য,
-
ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago