A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
উত্তরের বিবরণ
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 weeks ago
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!'- এই বাক্যের 'কী'-এর অর্থ-
Created: 1 month ago
A
ভয়
B
রাগ
C
বিরক্তি
D
বিপদ
একই অব্যয় শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
যেমন:
‘লোকটা কী যে পিছু ছাড়ে না, একেবারে বিপদে ফেলেছে!’ — এই বাক্যে ‘কী’ অব্যয়টি স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করছে।
আবার,
‘এই ভিক্ষুকটা কী যে লেগেই আছে, এক মুহূর্ত শান্তি নেই!’ — এখানেও ‘কী’ শব্দটি বিরক্তির অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ, ২০১৯ সংস্করণ।

0
Updated: 1 month ago
Edition শব্দের অর্থ
Created: 1 month ago
A
সংস্করণ
B
সম্পাদক
C
সম্পাদকীয়
D
অনুসন্ধান
Edition শব্দের অর্থ হলো — সংস্করণ।
সঠিক উত্তর: ক) সংস্করণ ✅
ব্যাখ্যা:
"Edition" বলতে কোনো বই, পত্রিকা বা প্রকাশনার নির্দিষ্ট সংস্করণকে বোঝায়, যেমন:
-
First edition = প্রথম সংস্করণ
-
Revised edition = সংশোধিত সংস্করণ
অন্য অপশনগুলো:
-
সম্পাদক = Editor
-
সম্পাদকীয় = Editorial
-
অনুসন্ধান = Investigation/Search

0
Updated: 1 month ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago