A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
দামোদর বন্দ্যোপাধ্যায়
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
‘আধ্যাত্মিকা’ উপন্যাস এবং প্যারীচাঁদ মিত্র
‘আধ্যাত্মিকা’ একটি বাংলা উপন্যাস, যা লিখেছেন প্যারীচাঁদ মিত্র। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৮০ সালে।
প্যারীচাঁদ মিত্র
-
প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিপ্রেমী এবং ব্যবসায়ী।
-
তিনি ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’।
-
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং বিখ্যাত শিক্ষক হেনরি ডিরোজিওর অধীনে পড়াশোনা করেন।
-
১৮৩৬ সালে তাঁর কর্মজীবন শুরু হয় কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে।
সাহিত্যিক অবদান:
-
প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাসের পথিকৃৎ বলা হয়।
-
তাঁর সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ উপন্যাস হলো ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে বিবেচিত।
-
তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে নারীশিক্ষা ও নারীদের উপযোগী সাহিত্য তৈরিতে।
-
তাঁর উদ্যোগেই প্রথম বাংলা মাসিক পত্রিকা — ‘মাসিক পত্রিকা’ প্রকাশিত হয়, যা অল্পশিক্ষিতা নারীদের জন্য লেখা হতো। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৬ আগস্ট ১৮৫৪ সালে।
তাঁর রচিত গুরুত্বপূর্ণ বাংলা বইগুলোর মধ্যে রয়েছে:
-
আলালের ঘরের দুলাল
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষি পাঠ
-
গীতাঙ্কু
-
যৎকিঞ্চিৎ
-
অভেদী
-
ডেভিড হেয়ারের জীবন চরিত
-
এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্ব্বাবস্থা
-
বামাতোষিণী
উৎস: আলালের ঘরের দুলাল উপন্যাসের লেখক পরিচিতি ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'শূন্যপুরাণ' রচনা করেছেন-
Created: 2 weeks ago
A
রামাই পণ্ডিত
B
শ্রীকর নন্দী
C
বিজয় গুপ্ত
D
লোচন দাস
শূন্যপুরাণ
-
শূন্যপুরাণ হলো রামাই পণ্ডিত রচিত একটি বৌদ্ধধর্মীয় তত্ত্বগ্রন্থ এবং অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।
-
এই গ্রন্থটি মূলত ধর্মীয় পূজাপদ্ধতির ওপর কেন্দ্রীভূত।
-
এটি গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত, এক ধরনের চম্পুকাব্য।
-
শূন্যপুরাণ মোট ৫১টি অধ্যায়ে বিভক্ত, যার প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত।
-
গবেষকরা মনে করেন, এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত হতে পারে।
-
গ্রন্থটি নামহীন অবস্থায় পাওয়া যায়। পরে বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’-এর মাধ্যমে এটিকে শূন্যপুরাণ নামে প্রকাশ করেন।
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
Created: 1 month ago
A
মোতাহের হোসেন চৌধুরী
B
বিনয় ঘোষ
C
আখতারুজ্জামান ইলিয়াস
D
রাধারমণ মিত্র
‘সংস্কৃতির ভাঙা সেতু’
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
পূর্ণনাম: আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, গোটিয়া গ্রাম, গাইবান্ধা (মাতুলালয়)
পৈতৃক নিবাস: চেলোপাড়া, বগুড়া
বাংলা কথাসাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস এক শক্তিশালী ও প্রভাবশালী নাম। তাঁর লেখালেখিতে যেমন সমাজবাস্তবতা গভীরভাবে চিত্রিত হয়েছে, তেমনি কালচেতনার ধারাবাহিকতায় ফুটে উঠেছে সময়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব।
তাঁর বর্ণনাশৈলী এবং সংলাপভাষায় যে স্বতন্ত্রতা ও কথ্যরীতির মুন্সিয়ানা দেখা যায়, তা বাংলা সাহিত্যকে দিয়েছে নতুন মাত্রা ও গতি।
বিশিষ্ট রচনাসমূহ:
-
অন্যঘরে অন্যস্বর
-
দোজখের ওম
-
খোয়াবনামা
-
সংস্কৃতির ভাঙা সেতু
এই গ্রন্থগুলোর প্রতিটিতেই রয়েছে সমাজ-সংস্কৃতি ও রাজনীতির অন্তর্নিহিত টানাপোড়েনের সূক্ষ্ম বর্ণনা।
প্রাসঙ্গিক আরও কিছু গ্রন্থ ও লেখক
-
‘সংস্কৃতি কথা’ – মোতাহের হোসেন চৌধুরী
-
‘সংস্কৃতির চড়াই উৎরাই’ – শওকত ওসমান
-
‘সভ্যতার সংকট’ – রবীন্দ্রনাথ ঠাকুর
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
'হপ্তপয়কর' কার রচনা?
Created: 1 week ago
A
সৈয়দ আলাওল
B
জৈনুদ্দিন
C
দীনবন্ধু মিত্র
D
অমিয় দেব
হপ্তপয়কর কাব্য
-
রচনা কাল: ‘হপ্তপয়কর’ কাব্যটি সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রচিত।
-
রচনা স্থান: এটি আরাকান রাজসভায় সৈয়দ আলাওল রচনা করেন।
-
বিষয়বস্তু: কাব্যটি মূলত রাজপুত্র বাহরামের সাতটি রাতের কাহিনী নিয়ে গঠিত। রাজপুত্র বাহরাম সাতরাত্রি ধরে সাতজন পরির কাছে সাতটি গল্প শুনেন।
-
সাহিত্যিক গুরুত্ব: পারসি ও বাংলা সাহিত্যের ইতিহাসে ‘হপ্তপয়কর’ একটি বিশেষ স্থান অধিকার করে।
সৈয়দ আলাওলের অন্যান্য বিখ্যাত সাহিত্যকর্ম
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহ্ফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল ইত্যাদি
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago