A
বীরবল
B
ভিমরুল
C
অনিলা দেবী
D
দেবদাস
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম ও মৃত্যু: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
-
সাহিত্যজীবনের শুরু: তাঁর লেখা প্রথম প্রকাশিত গল্পের নাম ‘মন্দির’, যা ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করে।
প্রথম উপন্যাস ‘বড়দিদি’ ১৯০৭ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। -
রাজনৈতিক উপন্যাস: তিনি ‘পথের দাবী’ নামক একটি জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস লেখেন, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
-
ব্যবহৃত ছদ্মনাম: শরৎচন্দ্র সাহিত্যচর্চার ক্ষেত্রে সাতটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। ছদ্মনামগুলো হলো:
১. অনিলা দেবী
২. অপরাজিতা দেবী
৩. শ্রী চট্টোপাধ্যায়
৪. অনুরূপা দেবী
৫. পরশুরাম
৬. শ্রীকান্ত শর্মা
৭. সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় -
তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজ বৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
দত্তা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
-
অতিরিক্ত তথ্য
-
লেখক প্রমথ চৌধুরী তাঁর লেখালেখির জন্য ‘বীরবল’ ছদ্মনাম ব্যবহার করতেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 6 days ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 6 days ago
‘বনফুল’ কার ছদ্মনাম?
Created: 2 weeks ago
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
বিহারীলাল চক্রবর্তী
C
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
D
কাজী নজরুল ইসলাম
‘বনফুল’ হল বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯–১৯৭৯)-এর ছদ্মনাম।
অন্যদের ছদ্মনাম বা ডাকনাম:
-
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
-
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার – দৃষ্টিহীন
-
কাজী নজরুল ইসলাম – ডাক নাম দুখু মিয়া, গানের জগতে বুলবুল নামে পরিচিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'বনফুল' কার ছদ্মনাম?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago