নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
A
বীরবল
B
ভিমরুল
C
অনিলা দেবী
D
দেবদাস
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম ও মৃত্যু: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
-
সাহিত্যজীবনের শুরু: তাঁর লেখা প্রথম প্রকাশিত গল্পের নাম ‘মন্দির’, যা ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করে।
প্রথম উপন্যাস ‘বড়দিদি’ ১৯০৭ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। -
রাজনৈতিক উপন্যাস: তিনি ‘পথের দাবী’ নামক একটি জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস লেখেন, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
-
ব্যবহৃত ছদ্মনাম: শরৎচন্দ্র সাহিত্যচর্চার ক্ষেত্রে সাতটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। ছদ্মনামগুলো হলো:
১. অনিলা দেবী
২. অপরাজিতা দেবী
৩. শ্রী চট্টোপাধ্যায়
৪. অনুরূপা দেবী
৫. পরশুরাম
৬. শ্রীকান্ত শর্মা
৭. সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় -
তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজ বৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
দত্তা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
-
অতিরিক্ত তথ্য
-
লেখক প্রমথ চৌধুরী তাঁর লেখালেখির জন্য ‘বীরবল’ ছদ্মনাম ব্যবহার করতেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'কাব্যভূষণ' কোন কবির উপাধি?
Created: 2 months ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
ভারতচন্দ্র
C
বিদ্যাপতি
D
কায়কোবাদ
কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ
-
উপাধি: কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কবি কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
অন্য কবিদের উপাধি:
-
মধ্যযুগের কবি বিদ্যাপতি – ‘কবিকন্ঠহার’
-
ভারতেন্দ্র – ‘রায়গুণাকর’
-
মুকুন্দরাম চক্রবর্তী – ‘কবিকঙ্কন’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 month ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-

0
Updated: 1 month ago
'বনফুল' কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
প্রমথ চৌধুরী
B
বলাইচাঁদ মুখোপাধ্যায়
C
যতীন্দ্রমোহন বাগচী
D
মোহিতলাল মজুমদার
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিকই তাঁদের লেখালেখির জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন। যেমন, বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহিত্যজগতে পরিচিত ছিলেন ‘বনফুল’ নামেই, যা ছিল তাঁর জনপ্রিয় ছদ্মনাম।
তেমনি প্রমথ চৌধুরীও তাঁর সাহিত্যচর্চায় ‘বীরবল’ ছদ্মনামটি গ্রহণ করেছিলেন। অন্যদিকে, মোহিতলাল মজুমদার সমালোচনাধর্মী লেখায় একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কৃত্তিবাস ওঝা’, ‘সব্যসাচী’ এবং ‘শ্রী সত্যসুন্দর দাস’।
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 2 months ago