শূণ্যস্থান কোন সংখ্যা বসবে? ১০, ২৫, ___, ১৭, ৩৪
A
১৪
B
২৪
C
৩৪
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি সংখ্যা ধারাটি কোনো প্যাটার্ন অনুসারে চলছে।
-
প্রথম দুটি সংখ্যা ১০, ২৫ → পার্থক্য ১৫
-
শেষ দুটি সংখ্যা ১৭, ৩৪ → পার্থক্য ১৭
-
মধ্যের সংখ্যার জন্য সাধারণ গাণিতিক প্যাটার্ন খুঁজে দেখা যায় না।
যদি আমরা সংখ্যাগুলোর ক্রমপর্যায়ের ধারা অনুসন্ধান করি, কোনো সরল গাণিতিক সূত্র (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) নেই যা প্রদত্ত অপশনগুলোর কোনো একটি সঠিকভাবে ফিট করে।
0
Updated: 5 hours ago
15 + 30 + 60 + ...... + 960 ধারাটির সমষ্টি কত?
Created: 1 month ago
A
1890
B
1905
C
1935
D
2000
সমাধান:
এখানে, এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 15
সাধারণ অনুপাত, r = 30/15 = 2
আমরা জানি, n তম পদ = ar(n - 1)
প্রশ্নমতে,
15 × 2(n - 1) = 960
⇒ 2(n - 1) = 960/15
⇒ 2(n - 1) = 64
⇒ 2(n - 1) = 26
⇒ n - 1 = 6
∴ n = 7
যেহেতু r > 1,
∴ ধারাটির সমষ্টি, Sn = a(rn - 1)/(r - 1)
∴ S7 = 15(27 - 1)/(2 - 1)
= 15(128 - 1)/1
= 15 × 127
= 1905
এখানে, এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 15
সাধারণ অনুপাত, r = 30/15 = 2
আমরা জানি, n তম পদ = ar(n - 1)
প্রশ্নমতে,
15 × 2(n - 1) = 960
⇒ 2(n - 1) = 960/15
⇒ 2(n - 1) = 64
⇒ 2(n - 1) = 26
⇒ n - 1 = 6
∴ n = 7
যেহেতু r > 1,
∴ ধারাটির সমষ্টি, Sn = a(rn - 1)/(r - 1)
∴ S7 = 15(27 - 1)/(2 - 1)
= 15(128 - 1)/1
= 15 × 127
= 1905
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?
Created: 2 months ago
A
৫
B
৮
C
৬
D
১০
Solution
-
এখানে দুইটি ধারা পাশাপাশি চলছে:
-
প্রথম ধারা (গুণের ধারা):
-
3, 9, 27, 81, 243, …
-
নিয়ম: আগের সংখ্যাকে 3 দিয়ে গুণ করা।
-
-
দ্বিতীয় ধারা (বিয়োগের ধারা):
-
18, 15, 12, 9, …
-
নিয়ম: আগের সংখ্যার থেকে 3 বিয়োগ করা।
-
-
তাই, প্রশ্নবোধক স্থানে থাকা সংখ্যা হবে: 6
Correct Answer
6 ✅
0
Updated: 2 months ago
একটি সমান্তর ধারার 10 তম পদ 45 হলে, তার প্রথম 19 পদের সমষ্টি কত?
Created: 1 month ago
A
B
900
C
810
D
475
সমাধান:
মনেকরি,
ধারাটির প্রথম পদ a
সাধারণ অন্তর d
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 10 তম পদ = a + (10 - 1)d
= a + 9d
প্রশ্নমতে,
a + 9d = 45
আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, Sn = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 19টি পদের সমষ্টি, S19 = (19/2){2a + (19 - 1)d}
= (19/2)(2a + 18d)
= (19/2) × 2(a + 9d)
= 19 × (a + 9d)
= 19 × 45
= 855
0
Updated: 1 month ago