‘বর্ণালী’ ও ‘শুভ্র’ কী?
A
উন্নত জাতের ভুট্টা
B
উন্নত জাতের গম
C
উন্নত জাতের আম
D
উন্নত জাতের চাল
উত্তরের বিবরণ
বাংলাদেশে কৃষি গবেষণার অগ্রগতির ফলে বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে, যা ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভুট্টা, গম ও আমের উন্নত জাতগুলো কৃষকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়।
-
ভুট্টার উন্নত জাত: বর্ণালী, শুভ্র, উত্তরণ ও মোহর — এ জাতগুলো উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধে সক্ষম। এগুলো বিভিন্ন মৌসুমে চাষযোগ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।
-
গমের উন্নত জাত: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ ও বরকত — এসব জাত স্বল্প সময়ে ফলন দেয় ও পরিবেশ সহনশীল।
-
আমের উন্নত জাত: মহানন্দা, গোপালভাগ, হাড়িভাঙ্গা, ল্যাংড়া, ফজলি এবং ক্ষিরসাপাতি (হিমসাগর) — স্বাদ, ঘ্রাণ ও গুণমানের জন্য বিশেষভাবে বিখ্যাত।
0
Updated: 8 hours ago
বাংলাদেশের কোন কোন জেলায় ’জুম’ চাষ করা হয়?
Created: 1 month ago
A
রাঙামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দারবন
D
বর্ণিত সবগুলো
জুমচাষ হলো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি, যার প্রকৃত অর্থ স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। এই পদ্ধতিতে শুষ্ক মৌসুমে বনভূমি কেটে বা পুড়িয়ে স্বল্প সময়ের (১-৩ বছর) জন্য ফসল চাষ করা হয়। এরপর প্রাকৃতিক বনভূমির পুনর্জন্ম ও মৃত্তিকার উর্বরতা পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সময় (১০-৪০ বছর) জমি পতিত রাখা হয়। জুমচাষকে সাধারণভাবে 'সুইডেন চাষাবাদ' বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবেও বলা হয়।
-
জুমচাষ শুধু বাংলাদেশের নয়, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রচলিত।
-
বাংলাদেশে এটি মূলত তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এ করা হয়।
-
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি জুমচাষের ওপর নির্ভরশীল।
-
এছাড়া সিলেটের পাহাড়িয়া অঞ্চলেও কিছু কিছু জুমচাষ দেখা যায়।
0
Updated: 1 month ago
What is the time limit for harvesting Aman paddy?
Created: 2 months ago
A
December - early January
B
November - early December
C
October - early November
D
January - early February
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
১. রোপনের সময়
| ফসল | রোপনের সময় |
|---|---|
| আউশ ধান | মধ্য মার্চ – মধ্য এপ্রিল |
| আমন ধান | জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু |
| বোরো ধান | মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি |
২. উত্তোলনের সময়
| ফসল | উত্তোলনের সময় |
|---|---|
| আউশ ধান | মধ্য জুলাই – আগস্টের শুরু |
| আমন ধান | ডিসেম্বর – জানুয়ারির শুরু |
| বোরো ধান | এপ্রিল – মে |
0
Updated: 2 months ago
বাংলাদেশের সর্ব প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?
Created: 6 months ago
A
ইলিশ মাছ
B
জামালপুরের নকশী কাঁথা
C
কালোজিরা চাল
D
জামদানি শাড়ি
- ইলিশ মাছ: পরে জিআই স্বীকৃতি পেয়েছে (২০১৭ সালে)।
- জামালপুরের নকশী কাঁথা: জিআই স্বীকৃতিপ্রাপ্ত, তবে জামদানির পরে।
- কালোজিরা চাল: এটি কিছু সময় পরে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
0
Updated: 6 months ago