বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
A
কাজী খসরু
B
কামরুল হাসান
C
স্বপন-কুমার
D
এএনএ সাহা
উত্তরের বিবরণ
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ও জাতীয় প্রতীক উভয়ই দেশের সার্বভৌম পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. এন. সাহা, যিনি চুয়াডাঙ্গা জেলার গর্বিত সন্তান। তাঁর নকশায় জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতিফলন ঘটেছে।
-
রাষ্ট্রীয় মনোগ্রাম: এতে চারটি তারকা রয়েছে, যা বাংলাদেশের জাতীয় ঐক্য, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের প্রতীক হিসেবে ব্যবহৃত।
-
জাতীয় প্রতীক: এর ডিজাইনার ছিলেন চিত্রশিল্পী কামরুল হাসান। এতে রয়েছে ধানের শীষ, পানিফল (শাপলা) এবং চারপাশে চারটি তারা ও দুইটি পাটপাতা, যা বাংলাদেশের কৃষি, সমৃদ্ধি ও আদর্শের প্রতিফলন।
-
প্রতীকগুলোর তাৎপর্য: উভয় প্রতীকের মূল ভাবনা—বাংলাদেশের স্বাধীনতা, গ্রামীণ ঐতিহ্য ও জাতির অগ্রগতির প্রতিচ্ছবি তুলে ধরা।
0
Updated: 8 hours ago
Where is the Barapukuria coal mine located?
Created: 2 months ago
A
Rajshahi
B
Dinajpur
C
Khulna
D
Sylhet
বড় পুকুরিয়া কয়লা খনি
-
অবস্থান: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের দক্ষিণে।
-
ধরন: এটি বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি।
-
উৎপাদিত কয়লার ধরণ: সবচেয়ে মূল্যবান বিটুমিনাস কয়লা।
-
বার্ষিক উৎপাদন: প্রায় ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা।
-
বিদ্যুৎ উৎপাদন: খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
-
এই কেন্দ্রটি উত্তোলিত কয়লার মাধ্যমে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে।
-
উৎস: পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?
Created: 6 months ago
A
আবদুল কাদির
B
আবদুল কবির
C
কাজেম আল কুরায়শী
D
মোজাম্মেল হক
0
Updated: 6 months ago
Who is the current Chairman of the Board of Directors of Bangladesh Bank? (August-2025)
Created: 2 months ago
A
Dr. Md. Khairuzzaman Majumder
B
Dr. Ahsan H. Mansur
C
Dr. Fahmida Khatun
D
Dr. Md. Habibur Rahman
বাংলাদেশ ব্যাংকের গঠনপ্রণালী
-
প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সম্পূর্ণ সরকারী মালিকানায় পরিচালিত।
-
পরিচালনা পর্ষদ: ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
-
সদস্য: ১ জন গভর্নর, ২ জন ডেপুটি গভর্নর এবং ৮ জন পরিচালক
-
সভাপতি: গভর্নর
-
গভর্নরের মেয়াদ: ৪ বছর, সরকার কর্তৃক মনোনীত; মেয়াদ শেষে পুনঃনিয়োগ সম্ভব
-
ডেপুটি গভর্নর: সরকার কর্তৃক ৪ বছরের জন্য মনোনীত
-
-
কার্যনির্বাহী কমিটি:
-
সদস্য: গভর্নর, ডেপুটি গভর্নরগণ, এবং পরিচালকদের মধ্য থেকে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য
-
দায়িত্ব: ব্যাংকের কাজকর্ম পরিচালনা করা
-
উল্লেখ্য: আগস্ট ২০২৫ পর্যন্ত
-
পরিচালক পর্ষদের সভাপতি ও গভর্নর: ড. আহসান এইচ মনসুর
উৎস: বাংলাদেশ ব্যাংক
0
Updated: 2 months ago