কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে –
A
ক্যালসিয়াম অক্সালেট
B
ক্যালসিয়াম কার্বনেট
C
ক্যালসিয়াম ফসফেট
D
ক্যালসিয়াম সালফেট
উত্তরের বিবরণ
কটি পুষ্টিকর সবজি, তবে এতে উপস্থিত কিছু রাসায়নিক উপাদানের কারণে খাওয়ার সময় অস্বস্তি সৃষ্টি হতে পারে। কচুতে থাকা ক্যালসিয়াম অক্সালেট (CaC₂O₄) যৌগের জন্যই খাওয়ার পর অনেকের গলায় চুলকানি বা জ্বালাভাব অনুভূত হয়।
-
রাসায়নিক কারণ: ক্যালসিয়াম অক্সালেট ছোট সূচের মতো স্ফটিক কণায় (needle-shaped crystals) গঠিত, যা মুখ ও গলার সংবেদনশীল অংশে লেগে চুলকানি সৃষ্টি করে।
-
সমাধান: কচু ভালোভাবে সিদ্ধ বা রান্না করলে এই যৌগ অনেকাংশে ভেঙে যায়, ফলে অস্বস্তি কমে।
-
পুষ্টিগুণ: কচুতে লৌহ (Iron), ক্যালসিয়াম, ভিটামিন C ও আঁশ প্রচুর পরিমাণে থাকে, যা রক্তস্বল্পতা দূর ও পরিপাকতন্ত্রের জন্য উপকারী।
-
অতিরিক্ত তথ্য: অতিরিক্ত কাঁচা কচু খেলে মুখে জ্বালা ও হজমে সমস্যা হতে পারে।
0
Updated: 8 hours ago
দুধের রং সাদা হয় কেন?
Created: 2 weeks ago
A
ফ্যাটের জন্য
B
কার্বোহাইড্রেটের জন্য
C
মিনারেলের জন্য
D
প্রোটিনের জন্য
দুধ একটি আদর্শ পুষ্টিকর খাবার। এর রং সাদা মূলত আমিষ/প্রোটিনের জন্য। দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। কেসিন এর রং সাদা এবং এতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে।
0
Updated: 2 weeks ago