‘কমা’ কোথায় বসে?
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
উত্তরের বিবরণ
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।

0
Updated: 2 months ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 1 month ago
A
১ বলতে যে সময় লাগে
B
১ বলার দ্বিগুণ সময়
C
১ সেকেন্ড
D
২ সেকেন্ড
বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন; দাঁড়ি (।), জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস (-), কোলন (:), কোলন ড্যাস (: -) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।

0
Updated: 1 month ago
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Created: 2 weeks ago
A
সেমিকোলন
B
কোলন
C
ড্যাস
D
হাইফেন
বাংলা ভাষায় বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে "সেমিকোলন ( ; )" ব্যবহৃত হয়।
-
কমা সাধারণত ছোট বিরতির জন্য ব্যবহৃত হয়।
-
সেমিকোলন ব্যবহার করা হয় যখন কমার চেয়ে দীর্ঘ কিন্তু পূর্ণচ্ছেদের চেয়ে ছোট বিরতি প্রয়োজন।
-
কোলন ( : ) ব্যবহার হয় তালিকা, ব্যাখ্যা বা উদ্ধৃতি প্রদর্শনের আগে।
-
ড্যাস ( — ) ব্যবহৃত হয় হঠাৎ থেমে যাওয়া বা বিশেষ জোর বোঝাতে।
-
হাইফেন ( - ) মূলত শব্দ যুক্ত করার জন্য ব্যবহৃত হয় (যেমন: ঢাকা-চট্টগ্রাম সড়ক)।
তাই বাক্যে কমার চেয়ে বেশি বিরতির জন্য সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
কমা
C
দাঁড়ি
D
কোলন
মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।

0
Updated: 1 month ago