‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
A
প্লাবক
B
উরগ
C
নির্মোক
D
কৃত্তি
উত্তরের বিবরণ
“সাপের খোলস” বাক্য সংকোচন হবে - নির্মোক। কৃত্তি এর বিশেষ্য পদ হলো বাঘছাল, চর্ম, পশুচর্ম, ভুর্জ গাছের ছাল। প্লাবক এর বিশেষ্য পদ - প্লাবনকারী। এবং বিশেষণ পদ - প্লাবনকর।

0
Updated: 2 months ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 week ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী

0
Updated: 1 week ago
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে?
Created: 2 weeks ago
A
দুর্গম
B
শ্বাপদসংকুল
C
অরণ্য জনপদ
D
বিপদসংকুল
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল। এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।

0
Updated: 2 weeks ago
সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?
Created: 1 month ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।

0
Updated: 1 month ago