A
প্লাবক
B
উরগ
C
নির্মোক
D
কৃত্তি
উত্তরের বিবরণ
“সাপের খোলস” বাক্য সংকোচন হবে - নির্মোক। কৃত্তি এর বিশেষ্য পদ হলো বাঘছাল, চর্ম, পশুচর্ম, ভুর্জ গাছের ছাল। প্লাবক এর বিশেষ্য পদ - প্লাবনকারী। এবং বিশেষণ পদ - প্লাবনকর।

0
Updated: 4 weeks ago
'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে-
Created: 1 week ago
A
অজ্ঞেয়
B
অজেয়
C
অজানা
D
অজ্ঞাত

0
Updated: 1 week ago
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?
Created: 9 hours ago
A
ঐতিহাসিক
B
ইতিহাসবিদ
C
ইতিহাস রচয়িতা
D
ইতিহাসবেত্তা
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।

0
Updated: 9 hours ago
যা চিরস্থায়ী নয়-
Created: 3 months ago
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago