নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
A
নশ্বর
B
অবিনশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
উত্তরের বিবরণ
“নষ্ট হওয়া স্বভাব যার” — এক কথায় তাকে বলা হয় "বিনষ্ট"।
-
বিনষ্ট মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে যাওয়া।
-
এটি সাধারণত এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যার অবস্থা নষ্ট বা শেষ হয়ে গেছে।
বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) নশ্বর – যার মৃত্যু বা নষ্ট হওয়া স্বাভাবিক; ক্ষণস্থায়ী।
-
খ) অবিনশ্বর – যা কখনো নষ্ট হয় না; চিরস্থায়ী।
-
গ) নষ্ট স্বভাব – এটি একটি বাক্যাংশ, একক শব্দ নয়।

0
Updated: 2 months ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 2 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।

0
Updated: 2 months ago
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
Created: 3 weeks ago
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:

0
Updated: 3 weeks ago
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
স্পন্দিত
B
আধুত
C
কম্পিত
D
কম্পন
“ইষৎ কম্পিত” অর্থাৎ সামান্য কাঁপছে বা সামান্য কম্পনযুক্ত—এর এক কথায় প্রকাশ ‘আধুত’। এই ধরনের প্রকাশে দুটি বা ততোধিক শব্দের ভাব একত্র করে একটি শব্দে সংক্ষেপে অর্থ প্রকাশ করা হয়, যা ভাষাকে করে তোলে সাবলীল ও সংক্ষিপ্ত।
অনুরূপ এক কথায় প্রকাশসমূহ:
-
ইষৎ রক্তবর্ণ — আরক্ত
-
ইষৎ উষ্ণ — কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ — নীলাভ

0
Updated: 1 week ago