ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ইউরো’ চালু করতে বাধ্য নয়?
A
নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য
B
নিউজিল্যান্ড ও ডেনমার্ক
C
ডেনমার্ক ও যুক্তরাজ্য
D
সুইডেন ও বেলজিয়াম
উত্তরের বিবরণ
ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য দেশগুলো সাধারণত ইউরো মুদ্রা ব্যবহারের বাধ্যবাধকতার আওতায় থাকে, তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য এই নিয়মের ব্যতিক্রম। চুক্তি অনুযায়ী তারা ইউরো চালু করতে বাধ্য নয়। বর্তমানে ডেনমার্কের মুদ্রা ক্রোন (Danish Krone) এবং যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড (Pound Sterling)। ইউরোপীয় ইউনিয়নের মোট ২৭টি সদস্য দেশের মধ্যে ২০টি দেশ ইউরো ব্যবহার করছে, যাদের সমষ্টিগত অর্থনীতি ইউরোজোন নামে পরিচিত। উল্লেখযোগ্য যে, যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ২০২০ সালে EU থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়, যা ইতিহাসে ব্রেক্সিট (Brexit) নামে পরিচিত।
0
Updated: 10 hours ago
২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮ তম দেশ হিসেবে “ইউরো” মুদ্রা চালু করে?
Created: 3 weeks ago
A
গ্রিস
B
মাল্টা
C
লাটভিয়া
D
রুমানিয়া
২০১৪ সালের ১ জানুয়ারি লাটভিয়া ইউরোজোনে যোগ দিয়ে ১৮তম দেশ হিসেবে “ইউরো” মুদ্রা চালু করে।
0
Updated: 3 weeks ago