‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
A
ঘাতক
B
স্বজন
C
মহাজন
D
কুজন
উত্তরের বিবরণ
খাতক এর বিপরীত শব্দ মহাজন, কুজন - সুজন

0
Updated: 2 months ago
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
Created: 1 month ago
A
ঐচ্ছিক -অনাবশ্যিক
B
কুটিল-সরল
C
কম-বেশি
D
কদাচার-সদাচার
বিপরীতার্থক শব্দ
১. ঐচ্ছিক – আবশ্যিক – অনাবশ্যিক
-
ঐচ্ছিক (বিশেষণ): যা ইচ্ছা সাপেক্ষ, করা বা না করা সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে; optional।
-
আবশ্যিক (বিশেষণ): যা করা বাধ্যতামূলক; compulsory।
-
অনাবশ্যিক (বিশেষণ): যা করা আবশ্যক নয়।
দেখা যায়:
-
অনাবশ্যিক শব্দটি আবশ্যিকের বিপরীত।
-
অনাবশ্যিক শব্দটি ঐচ্ছিকের সমার্থক।
২. অন্যান্য বিপরীতার্থক শব্দের উদাহরণ
-
কুটিল – সরল
-
কুটিল মানে বক্র, প্রতারণাপূর্ণ বা জটিল।
-
সরল মানে সোজা, সহজ বা নিষ্কলঙ্ক।
-
এরা একে অপরের বিপরীত।
-
-
কম – বেশি
-
কম মানে অল্প বা স্বল্প।
-
বেশি মানে অধিক বা প্রচুর।
-
পরিমাণের দিক থেকে এরা বিপরীত।
-
-
কদাচার – সদাচার
-
কদাচার মানে খারাপ আচরণ বা দুর্নীতি।
-
সদাচার মানে নৈতিক বা ভালো আচরণ।
-
এরা নৈতিক দৃষ্টিকোণ থেকে বিপরীত।
-
উৎস: বাংলা একাডেমি অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
'অনুরাগ' এর বিপরীতার্থক শব্দ -
Created: 1 week ago
A
আসক্তি
B
বিতৃষ্ণা
C
স্নেহ
D
প্রতিরাগ
‘অনুরাগ’ এবং ‘বিতৃষ্ণা’ সম্পর্কিত বিস্তারিত বিশ্লেষণ:
অনুরাগ:
-
অর্থ: প্রেম, প্রীতি, স্নেহ, আদর, সোহাগ, যত্ন, প্রবৃত্তি, আসক্তি, অভিমান।
-
ব্যবহার: মানুষের মধ্যে সখ্য বা ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত ইতিবাচক মানসিক অবস্থা নির্দেশ করে।
-
উদাহরণ: তার প্রতি আমার অনুরাগ সীমাহীন।
বিতৃষ্ণা (বিরাগ):
-
অর্থ: অনুরাগের অভাব, নিস্পৃহতা, উদাসীনতা।
-
ব্যবহার: আগ্রহহীনতা, অমনোযোগ বা বেজায় বিরক্তির অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত নেতিবাচক বা নিরপেক্ষ মানসিক অবস্থা নির্দেশ করে।
-
উদাহরণ: বহু পরিশ্রমের পরও সে শিক্ষার প্রতি বিতৃষ্ণা প্রকাশ করল।
সম্পর্ক:
-
বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
-
অনুরাগ এবং বিতৃষ্ণা একে অপরের বিপরীত অনুভূতি বোঝায়।

0
Updated: 1 week ago
'অজর' শব্দের বিপরীত কোনটি?
Created: 3 weeks ago
A
অমলিন
B
বার্ধক্য
C
অমর
D
ব্যাধিগ্রস্ত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘অজর’ শব্দের অর্থ বার্ধক্যরহিত। অর্থাৎ যে বার্ধক্য বা জরার দ্বারা আক্রান্ত হয় না, সবসময় চিরযৌবনসম্পন্ন থাকে। এর বিপরীত অর্থ হবে এমন কিছু যা বার্ধক্য বা জরার সঙ্গে সম্পর্কিত।
-
অমলিন: অর্থ নির্মল বা পরিষ্কার। এটি ‘অজর’-এর বিপরীত নয়, বরং ‘মলিন’-এর বিপরীত।
-
বার্ধক্য: অর্থ বৃদ্ধাবস্থা বা জরা। এটি ‘অজর’-এর সরাসরি বিপরীত, কারণ ‘অজর’ মানে জরার অভাব, আর ‘বার্ধক্য’ মানে জরার অবস্থা।
-
অমর: অর্থ যার মৃত্যু নেই। এটি ‘অজর’-এর সঙ্গে আংশিক মিল আছে, তবে বিপরীত নয়। কারণ ‘অজর’ বিশেষভাবে বার্ধক্যের ক্ষয় না হওয়াকে বোঝায়, মৃত্যুকে নয়।
-
ব্যাধিগ্রস্ত: অর্থ রোগাক্রান্ত। এটি ‘অজর’-এর বিপরীত নয়, কারণ ‘অজর’ রোগ নয়, বরং বার্ধক্যহীনতাকে বোঝায়।
সঠিক উত্তর হলো বার্ধক্য।

0
Updated: 3 weeks ago