নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
উত্তরের বিবরণ
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 2 months ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 month ago
A
কামড়
B
পয়লা
C
মাতা
D
চাউল
সংস্কৃত শব্দ – “মাতা”
-
পদপ্রকার: বিশেষ্য
-
অর্থ: মা, জননী, গর্ভধারিণী, আম্মা, মাতৃ বা কন্যাস্থানীয়া নারী।
দেশি শব্দের উদাহরণ:
-
কামড়
-
চাউল
-
পয়লা
কিছু সংস্কৃত শব্দের উদাহরণ:
-
সূর্য
-
চন্দ্র
-
জল
-
গৃহ
-
মৃত্তিকা
-
রাম
-
রাবণ
-
পুত্র
-
পিতা
-
জননী
-
দেব
-
দেবী
-
দর্শন
-
বয়ন
-
গমন
-
রাত্রি
-
দিবা
-
সৌর্য
-
কৃতিত্ব
-
আদিত্য
-
নারায়ণ
-
বৃক্ষ
-
পশু
-
লতা
-
নর
-
নারী
-
বেদ
-
বেদান্ত
-
উপনিষদ

0
Updated: 1 month ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 1 month ago
পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
গল্প
B
আকাঙ্ক্ষা
C
চাঁদ
D
হট্টগোল
• পরাশ্রয়ী বর্ণ: যেসব বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না, বরং অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়।
• বাংলা বর্ণমালায় তিনটি পরাশ্রয়ী বর্ণ: ৎ, ং, ঁ
-
এরা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না।
-
অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়।
-
এদের কোনো কার বা ফলা নেই।
• প্রশ্নের বিশ্লেষণ:
-
ক) গল্প – কোনো পরাশ্রয়ী বর্ণ নেই।
-
খ) আকাঙ্ক্ষা – কোনো পরাশ্রয়ী বর্ণ নেই।
-
গ) চাঁদ – এখানে ঁ (চন্দ্রবিন্দু) রয়েছে, যা একটি পরাশ্রয়ী বর্ণ।
-
ঘ) হট্টগোল – কোনো পরাশ্রয়ী বর্ণ নেই।
• সঠিক উত্তর: গ) চাঁদ

0
Updated: 3 weeks ago