নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
উত্তরের বিবরণ
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 2 months ago
‘মুক্তি’- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
√মুচ্ + ক্তি
B
√মুচ্ + তি
C
√মুক্ + ক্তি
D
√মুক্ + তি
বাংলা ভাষায় শব্দগঠন বিশ্লেষণে মূল অংশকে প্রকৃতি বা ধাতু বলা হয় এবং শেষাংশকে প্রত্যয় বলা হয়।
-
‘মুক্তি’ শব্দের অর্থ হলো স্বাধীনতা বা মুক্ত হওয়া।
-
এর ধাতু বা মূল হলো মুচ্, যার অর্থ মুক্ত হওয়া বা ছাড়া।
-
এখানে ‘তি’ যুক্ত হয়েছে, যা একটি সাধারণ প্রত্যয় এবং মূলকে বিশেষ্য রূপে রূপান্তরিত করে।
✅ তাই:
-
ধাতু (মূল) = √মুচ্
-
প্রত্যয় = তি
অতএব সঠিক গঠন: √মুচ্ + তি

0
Updated: 2 weeks ago
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Created: 1 month ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত কৃৎ প্রত্যয়
তদ্ধিত 'য' প্রত্যয় এবং প্রাতিপদিকের অক্ষর লোপ
বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়, তখন প্রাতিপদিকের শেষ অক্ষর যদি অ, আ, ই, ঈ ইত্যাদি হয়, তা লোপ পায়। অর্থাৎ, শেষের অক্ষর মুছে গিয়ে নতুন রূপ তৈরি হয়।
উদাহরণসমূহ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
এভাবে, ‘য’ প্রত্যয় যুক্ত হওয়ার সময় মূল শব্দের শেষ অক্ষর পরিবর্তিত বা লোপ পেতে পারে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 month ago
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
মিশুক
B
তেজস্বী
C
বাঁধনি
D
নিন্দক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কিছু শব্দ ও প্রকৃতি:
-
তেজঃ + বিন = তেজস্বী
-
মেধা + বিন = মেধাবী
-
মায়া + বিন = মায়াবী
-
যশঃ + বিন = যশস্বী
-
নীলিমা = নীল = ইমন
-
গুরু + অ = গৌরব
কৃৎ-প্রত্যয়:
-
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃৎ-প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√বাঁধ + অনি = বাঁধনি
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণে, ‘অনি’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয়, এবং ‘বাঁধনি’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।

0
Updated: 1 month ago