নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
উত্তরের বিবরণ
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 4 weeks ago
‘নয়ন’- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
Created: 2 weeks ago
A
নী + অন
B
নে + অন
C
নৌ + অন
D
নয় + ন
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।

0
Updated: 2 weeks ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 2 days ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 days ago
প্রত্যয় কয় প্রকার?
Created: 4 days ago
A
এক
B
দুই
C
তিন
D
চার
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়: ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয়।

0
Updated: 4 days ago