‘সদাশয়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A
সদ + আশয়
B
সদা + শয়
C
সৎ + আশয়
D
সৎ + শয়
উত্তরের বিবরণ
সদাশয় শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো সৎ আশয়
• ‘সদাশয়’ শব্দটি গঠিত হয়েছে ‘সৎ’ ও ‘আশয়’ শব্দ দুটি মিলিয়ে
• ‘সৎ’ শব্দের অর্থ হলো ভাল বা শুদ্ধ
• ‘আশয়’ অর্থ গৃহ বা মন, যার মনে সদ্ গুণ আছে
• সন্ধির নিয়ম অনুযায়ী এখানে 'সৎ' + 'আশয়' → 'সদাশয়' হয়েছে
• ব্যঞ্জন সন্ধিতে অনেক সময় বর্গের তৃতীয় বর্ণ (যেমন: দ) প্রথম বর্ণ (যেমন: ত) এ রূপান্তর হয়
• যেমন দিক + অন্ত = দিগন্ত, তেমনি সৎ + আশয় = সদাশয়
• উচ্চারণে সুবিধার জন্য এখানে দ ধ্বনি এসেছে, এটি ব্যঞ্জন পরিবর্তনের এক বিশেষ নিয়ম
• শব্দটি এমন একজনকে বোঝায় যার মনে সদগুণ বা মহৎ আশয় রয়েছে
0
Updated: 14 hours ago
‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
নো + ইক
B
না + বিক
C
নৌ + ইক
D
নব + ইক
সন্ধির নিয়ম:
-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব ধ্বনি হয়।
উদাহরণ:
-
গৈ + অক = গায়ক
-
নৈ + অক = নায়ক
-
গো + এষণা = গবেষণা
-
নৌ + ইক = নাবিক
-
পো + ইত্র = পবিত্র
-
গো + আদি = গবাদি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 days ago
A
সং + বিধান
B
সম + ধান
C
সং + অবিধান
D
সম্ + বিধান
‘সংবিধান’ শব্দটির সঠিক সন্ধি হলো সম্ + বিধান।
এটি সংস্কৃত ধাতু থেকে আগত তৎসম শব্দ, যার অর্থ হচ্ছে কোনো রাষ্ট্র বা সংগঠনের মৌলিক আইন বা বিধি।
-
‘সম্’ উপসর্গের অর্থ হলো সহ বা একত্রে।
-
‘বিধান’ অর্থ নিয়ম প্রণয়ন বা ব্যবস্থা করা।
-
দুটি মিলে ‘সম্ + বিধান’ → ‘সংবিধান’ হয়েছে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে।
-
এখানে ‘ম্’ ধ্বনির পরে ‘ব’ আসায় ‘ম্’ → ‘ং’ হয়েছে, যা বাংলার স্বাভাবিক ধ্বনি রূপান্তর।
-
অন্য বিকল্পগুলো (যেমন ‘সং + বিধান’ বা ‘সম + ধান’) ভাষাগতভাবে ভুল।
0
Updated: 3 days ago
‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
লো + অন
B
লো + বন
C
ল + বন
D
লৈ + বন
স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
0
Updated: 1 month ago