মিশুকের স্থপতি কে?
A
মুস্তফা মনোয়ার
B
হামিদুর রহমান
C
শামীম শিকদার
D
হামিদুজ্জামান খান
উত্তরের বিবরণ
• মিশুকের স্থপতি — মুস্তাফা মনোয়ার।
- ভাস্কর্য তৈরি করেন — হামিদুজ্জামান খান।
------------------------
• মিশুকের স্থপতি:
- ১৯৮৫ সালের দ্বিতীয় সাব গেমস এর মাসকট মিশুক এর স্থপতি মোস্তফা মনোয়ার।
- এটি শাহবাগের শিশু পার্কের সামনে অবস্থিত , এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য।
- দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের ডিরেক্টর ও ভিজুয়ালাইজার-এর দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার।
- দ্বিতীয় সাফ গেমস-এর মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু চলমান হরিণ শিশু এবং ষষ্ঠ সাফ গেমস-এর মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী জীবন্ত পাপেট নির্মাণ তাঁর বড় সাফল্য।
অন্যদিকে,
• হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
• স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য - স্থপতি শামীম শিকদার — মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৮৮ সালে স্থাপিত হয়।
উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো, ইত্তেফাক আর্কাইভ।

0
Updated: 4 months ago
বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত?
Created: 4 weeks ago
A
টাঙ্গাইল
B
মুন্সীগঞ্জ
C
মানিকগঞ্জ
D
নাটোর
বালিয়াটি জমিদার বাড়ি
-
অবস্থান: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা, বালিয়াটি গ্রামে।
-
জেলা শহর থেকে ≈ ২৫ কিমি উত্তর-পূর্বে
-
ঢাকা থেকে ≈ ৬২ কিমি উত্তর-পশ্চিমে
-
-
প্রতিষ্ঠাতা: গোবিন্দ রাম সাহা, আঠার শতকের মাঝামাঝি সময়ের মহাজন ও ব্যবসায়ী।
-
উত্তরাধিকার ও উল্লেখযোগ্য সদস্য:
-
কিশোরিলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী – শিক্ষাক্ষেত্রে অবদান রাখতেন।
-
ঢাকার জগন্নাথ কলেজের প্রতিষ্ঠা কিশোরিলাল রায় চৌধুরীর পিতার নামে।
-
-
প্রাসাদ ও আয়তন:
-
মোট জমি ≈ ১৬,৫৫৪ বর্গমিটার
-
৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ
-
দালানগুলো নির্মিত হয়েছে মধ্য-উনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগে।
-
-
ব্যবহার:
-
সামনের চারটি প্রাসাদ: ব্যবসায়িক কাজে ব্যবহৃত
-
পেছনের প্রাসাদ: অন্দর মহল, যেখানে পরিবারের সদস্যরা বাস করতেন
-

0
Updated: 4 weeks ago