বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্জমাউন্টেড বিদ্যু' কেন্দ্র কোনটি?
A
ঢাকা বার্জমাউন্টেড
B
খুলনা বার্জমাউন্টেড
C
পাবনা বার্জমাউন্টেড
D
বরিশাল বার্জমাউন্টেডড
উত্তরের বিবরণ
বাংলাদেশে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ঈশ্বরদী রেল জংশন বিশেষ অবস্থানে রয়েছে।
• এটি দেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেলপথের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• বিভিন্ন লম্বা দূরপাল্লার ট্রেনের যাত্রা এখানে হয়, ফলে এটি যাত্রী ও মালবাহী পরিবহনের কেন্দ্র হিসেবে কাজ করে।
• এর স্টেশন কাঠামো ও প্ল্যাটফর্মের সংখ্যা বৃহত্তর হওয়ায় অন্যান্য অনেক জংশনের তুলনায় এটি উল্লেখযোগ্য।
তাই বাংলাদেশের বৃহত্তর রেল জংশন হিসেবে ঈশ্বরদী রেল জংশন সঠিক উত্তর।
0
Updated: 5 hours ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 2 months ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)
0
Updated: 2 months ago