বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” প্রধানত বাংলার প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে লেখা।
• গানটিতে নদী, পাহাড়, সবুজ মাঠ ও গ্রামের সৌন্দর্য বর্ণিত হয়েছে।
• প্রকৃতির বিভিন্ন রূপ যেমন আমবাগান, ফুল, নদী ও মাঠের ছবি কাব্যিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
• স্বাধীনতা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশের সঙ্গে প্রকৃতির সৌন্দর্যকে যুক্ত করা হয়েছে।
• এটি মূলত বাংলার মাটির প্রতি মানুষের আবেগ ও ভালোবাসাকে প্রাকৃতিক দৃশ্যে উদ্ভাসিত করে।
এই কারণে জাতীয় সংগীতে বাংলার প্রকৃতির কথা প্রধান বিষয় হিসেবে প্রতিফলিত হয়েছে।