কত তারিখে বাংলাদেশের 'কৃষি দিবস' উদযাপিত হয়?
A
পহেলা ফাল্গুন
B
পহেলা চৈত্র
C
পহেলা জ্যৈষ্ঠ
D
পহেলা অগ্রহায়ণ
উত্তরের বিবরণ
বাংলাদেশে ‘কৃষি দিবস’ উদযাপিত হয় পহেলা অগ্রহায়ণ তারিখে, যা সাধারণত নভেম্বরের মাঝামাঝি পড়ে। এই দিনটি বাংলাদেশের কৃষির ঐতিহ্য, ফসল তোলা ও কৃষকের পরিশ্রমকে সম্মান জানানোর প্রতীক।
• অগ্রহায়ণ মাসে দেশের প্রধান ফসল অমন ধান ঘরে তোলা শুরু হয়, তাই এই দিনটি ‘নবন্ন উৎসব’ হিসেবেও পরিচিত।
• এই উৎসব কৃষি সমৃদ্ধি ও গ্রামের অর্থনীতির প্রাণশক্তির প্রতীক হিসেবে পালিত হয়।
• দিবসটির উদ্দেশ্য কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া ও আধুনিক কৃষি পদ্ধতির প্রতি সচেতনতা বৃদ্ধি করা।
• সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান, কৃষি মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
তাই বাংলাদেশের কৃষিভিত্তিক সংস্কৃতি অনুযায়ী পহেলা অগ্রহায়ণই ‘কৃষি দিবস’-এর সঠিক তারিখ।
0
Updated: 6 hours ago
When was IUCN established?
Created: 1 month ago
A
1945
B
1948
C
1952
D
1960
IUCN (International Union for the Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বন, জলবায়ু ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেইনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
সংস্থার সঙ্গে বিশ্বের ১৭০টির অধিক দেশ যুক্ত।
-
রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago