Schengen চুক্তি হচ্ছে-
A
বাণিজ্য চুক্তি
B
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
C
করহ্রাস করা চুক্তি
D
অস্ত্রবিরতি চুক্তি
উত্তরের বিবরণ
Schengen চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইউরোপের বেশ কয়েকটি দেশ পারস্পরিক সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নিয়ে নাগরিকদের মুক্তভাবে চলাচলের সুযোগ দেয়।
• Schengen চুক্তি ১৯৮৫ সালে লুক্সেমবার্গের Schengen নামক স্থানে স্বাক্ষরিত হয়।
• এর লক্ষ্য ছিল ইউরোপের অভ্যন্তরীণ সীমান্তগুলোতে পাসপোর্ট ও ভিসা নিয়ন্ত্রণ বিলুপ্ত করা।
• পরবর্তীতে এটি ইউরোপীয় ইউনিয়নের (EU) অংশে পরিণত হয়ে Schengen Area গঠন করে।
• বর্তমানে এই অঞ্চলের দেশগুলোতে এক দেশের নাগরিক অন্য দেশে ভিসা ছাড়াই প্রবেশ ও চলাচল করতে পারে।
• এটি ইউরোপে অর্থনৈতিক, সামাজিক ও পর্যটনগত সংযোগ বৃদ্ধি করেছে।
তাই সঠিক উত্তর হলো — অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
0
Updated: 6 hours ago
. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
Created: 5 days ago
A
আফগানিস্তান
B
মায়ানমার
C
পেরু
D
মালি
GTI ২০২৩ অনুযায়ী, আফগানিস্তান ধারাবাহিকভাবে সবচেয়ে
বেশি সন্ত্রাসবাদের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে। দেশটিতে তালেবান ও
ইসলামিক স্টেট-খোরাসান (IS-K) সংগঠনের কার্যক্রম, আত্মঘাতী হামলা এবং বেসামরিক
জনগণের ওপর আক্রমণ এই অবস্থানের প্রধান কারণ। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক (Global Terrorism Index - GTI) ২০২৩ প্রকাশ করেছে Institute
for Economics and Peace (IEP), যার
সদর দপ্তর সিডনি, অস্ট্রেলিয়ায়। এই সূচক বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত
ঘটনা, প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদির ওপর ভিত্তি
করে দেশগুলোর অবস্থান নির্ধারণ করে। বর্তমানে বাংলাদেশ- ৩২তম।
0
Updated: 5 days ago
'আরব বসন্ত' এর সূচনা হয় কোথায়?
Created: 1 month ago
A
ইয়েমেন
B
তিউনিশিয়া
C
মিশর
D
সিরিয়া
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত ধারাবাহিক গণঅভ্যুত্থান।
মূল তথ্য:
-
সূত্রপাত: ২০১০ সালের ডিসেম্বর মাসে তিউনেশিয়ায়, যেখানে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়
-
ফলাফল: ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী পতিত হন
-
বিস্তার: মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে আন্দোলন ছড়িয়ে পড়ে
-
গৃহযুদ্ধ: লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয় এবং এখনো সংঘাত চলমান
সূত্র:
0
Updated: 1 month ago
’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
Created: 1 month ago
A
ইটালি
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
ফ্রান্স
Human Rights Watch (HRW) হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন করে।
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৭৮ সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, যা ১৯৮৮ সালে Human Rights Watch নামে পরিচিতি লাভ করে।
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা
-
পরবর্তীতে কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়
-
১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:
0
Updated: 1 month ago