নিচের কোন বানানটি শুদ্ধ?
A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো:

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 2 months ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 2 months ago
কোনটি সঠিক বানান?
Created: 2 months ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
শুদ্ধ বানান- নিশীথিনী।
• নিশীথিনী (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়- নিশীথ+ইন্+ঈ।
অর্থ:
- গভীর রাত,
- রজনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago