‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 2 months ago
‘হাতে দূর্বা গজানো’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
ছন্নছাড়া
B
অলুক্ষণে
C
আলসেমির লক্ষণ
D
অতিশয় দূর্বল
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে। তালপাতার সেপাই - বাগধারার অর্থ হলো - অতিশয় দুর্বল। সঠিক উত্তর - আলসেমির লক্ষণ।

0
Updated: 1 month ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 1 month ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 1 month ago
'জবরজং' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
বিপর্যস্ত অবস্থা
B
জমকালো কিন্তু বেমানান
C
পরিপাটি
D
গোলযোগ
জবরজং বাগ্ধারার অর্থ হলো জমকালো কিন্তু বেমানান।
-
উদাহরণ বাক্য: তোমাকে ওই জবরজং পোশাকে একটুও মানায়নি।
অন্যান্য সম্পর্কিত বাগ্ধারা:
-
ঝড়ো কাক: বিপর্যস্ত অবস্থা
-
ডামাডোল: গোলযোগ
-
লেফাফা দুরস্ত: পরিপাটি

0
Updated: 3 weeks ago