সর্বশেষ বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A
পোল্যান্ড
B
নেদারল্যান্ড
C
মরক্কো
D
সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
২০১৮ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ২৪তম সম্মেলন (COP24) পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর কাতোভিচে অনুষ্ঠিত হয়।
• এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধি অংশ নেয়।
• প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তি বাস্তবায়নের নিয়মকাঠামো নির্ধারণ করা।
• এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিটি দেশের অঙ্গীকার বাস্তবায়নের দিকনির্দেশনা গৃহীত হয়।
• কাতোভিচে সম্মেলনের মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু তহবিল ও কার্বন নিঃসরণ হ্রাস বিষয়ে নতুন ঐকমত্য সৃষ্টি হয়।
তাই “পোল্যান্ড” উত্তরটি সম্পূর্ণভাবে সঠিক।
0
Updated: 6 hours ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 month ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago