A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো:

0
Updated: 4 weeks ago
নিম্নে কোন বাক্যটি সঠিক?
Created: 2 weeks ago
A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

0
Updated: 2 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 4 weeks ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ।
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।

0
Updated: 4 weeks ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 1 month ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago