চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের এক অমূল্য নিদর্শন, যা প্রাচীন যুগের সাহিত্যিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এটি বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ বা কবিতা/গানের সংকলন হিসেবে বিবেচিত।
-
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
-
চর্যাপদের রচয়িতা ছিলেন বৌদ্ধ সহজিয়াগণ।
-
এতে মূলত বৌদ্ধধর্মের শিক্ষা ও দর্শন প্রতিফলিত হয়েছে।
-
চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
-
চর্যাপদের টীকাকার ছিলেন মুনি দত্ত।
-
পরবর্তীতে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন।