‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
A
প্যারিচাঁদ মিত্র
B
মধুসূদন দত্ত
C
মধুসূদন মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
‘দৃষ্টিহীন’ হলো মধুসূদন মজুমদারের ছদ্মনাম।
-
মধুসূদন মজুমদার বাংলা সাহিত্যে ছদ্মনামের মাধ্যমে রচনা করেছেন, যা তার সাহিত্যিক পরিচয়কে ভিন্নভাবে প্রকাশ করে।
-
‘দৃষ্টিহীন’ ছদ্মনামটি সম্ভবত সমাজের বিভিন্ন বাস্তবতা ও মানুষের দুরবস্থা বা অসাম্য দেখার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
-
ছদ্মনামের মাধ্যমে লেখক তার ব্যক্তিগত পরিচয় গোপন রেখে সমাজবিষয়ক বার্তা প্রদান করতে পারেন।
-
মধুসূদন মজুমদারের সাহিত্য মূলত সমকালীন সামাজিক, নৈতিক ও মানবিক বিষয়কে কেন্দ্র করে রচিত।
-
উদাহরণ: ছদ্মনাম ব্যবহার করে তিনি রচনায় সমালোচনা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন।
-
বাংলা সাহিত্যে ছদ্মনামের ব্যবহার সাহিত্যিকদের সৃজনশীলতা ও স্বাধীন চিন্তার প্রতীক।
0
Updated: 12 hours ago
'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মুনীর চৌধুরী
C
সমরেশ বসু
D
প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন।
প্রমথ চৌধুরী বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষণা করেছেন এবং বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ছিলেন। তিনি বিদ্রূপাত্মক প্রবন্ধের মাধ্যমে সাহিত্যকে নতুন দিশা দেখিয়েছেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
-
‘বীরবলের হালখাতা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় ১৯০২ সালে ভারতী পত্রিকা-তে। এ রচনায় প্রথমবার চলিত গদ্যের রীতি ব্যবহার করা হয়।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তাঁর পরিচিত প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে: নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, বীরবলের হালখাতা, তেল-নুন-লকড়ি।
-
গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য: চার ইয়ারী কথা, নীললোহিত, আহুতি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 2 months ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।
0
Updated: 2 months ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 2 months ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago