A
সুবর্ন
B
অনল
C
মার্তণ্ড
D
কর
উত্তরের বিবরণ
‘অনল’ শব্দটি বাংলা ভাষায় ‘আগুন’ বা ‘অগ্নি’-র প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
-
সুবর্ণ মানে সোনা।
-
মার্তণ্ড মানে সূর্য।
-
কর মানে রশ্মি বা কর (ট্যাক্স)।
সঠিক উত্তর: ✅ খ) অনল

0
Updated: 4 weeks ago
'অম্বু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 week ago
A
পানি
B
নীর
C
তোয়
D
জলধর
অম্বু’ শব্দের সমার্থক শব্দ
-
পানি, জল, নীর, সলিল, অপ্, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ
-
বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 3 months ago
A
অবনী
B
পৃথ্বী
C
নীর
D
ক্ষিতি
নেই

0
Updated: 3 months ago