ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
উত্তরের বিবরণ
ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি।
-
ধ্বনি এমন একক যা উচ্চারণের মাধ্যমে অর্থবোধক পার্থক্য সৃষ্টি করে। যেমন— “কাল” ও “চাল” শব্দে ‘ক’ ও ‘চ’ ধ্বনির ভিন্নতায় অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়।
-
এটি ভাষার মৌলিক গঠন উপাদান, যা শব্দ, পদ ও বাক্য গঠনের মূল ভিত্তি।
-
বর্ণ হলো ধ্বনির লিখিত প্রতিরূপ, কিন্তু ধ্বনি কেবল শোনা যায়, লেখা যায় না।
-
শব্দ হলো একাধিক ধ্বনির সংযোগে গঠিত অর্থপূর্ণ একক, তাই এটি ধ্বনির তুলনায় বৃহত্তর।
-
অক্ষর ধ্বনি ও বর্ণের মিলিত প্রতিরূপ হিসেবে ব্যবহৃত হয়, যা লিখিত ভাষায় প্রযোজ্য।
-
ভাষাবিজ্ঞানে ধ্বনিতত্ত্ব (Phonetics) শাখায় ধ্বনি নিয়ে আলোচনা করা হয়।
-
ধ্বনির পরিবর্তনে শব্দের অর্থ, ব্যাকরণিক রূপ ও ভাষার ছন্দ পরিবর্তিত হতে পারে।
0
Updated: 17 hours ago
১৭) 'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
রপ্তানি [বিশেষ্য পদ]
-
এটি একটি ফারসি ভাষার শব্দ।
-
অর্থ: বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ।
‘ফারসি’ ভাষার আরও কিছু শব্দ
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের রাজত্বকালে ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন?
Created: 1 month ago
A
আলাউদ্দিন হোসেন শাহ
B
ইলিয়াস শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
গিয়াসউদ্দিন নুসরত শাহ
• শাহ মুহম্মদ সগীর:
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম মুসলিম কবি। তিনি ইউসুফ-জোলেখা কাব্যের রচয়িতা। তার কর্মকাল ছিল গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের (১৩৮৯-১৪১০ খ্রিস্টাব্দ) শাসনকালে।
• ইউসুফ-জোলেখা কাব্য:
-
এটি শাহ মুহম্মদ সগীর রচিত একটি কাহিনি কাব্যগ্রন্থ।
-
কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম উদাহরণ।
-
কবি কাব্যের রাজবন্দনা অংশে উল্লেখ করেছেন যে, তিনি সুলতান গিয়াসউদ্দিনের আজ্ঞাপালক সভাকবি হিসেবে কাজ করেছেন।
উক্তি (রাজবন্দনা অংশ থেকে):
"মনুষ্যের মৈদ্ধে জেহ্ন ধর্ম অবতার।
মহা নরপতি গ্যেজন পিরথিম্বীর সার।"
• অনুবাদকর্ম:
শাহ মুহম্মদ সগীর পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন। এটি ইউসুফ-জোলেখা ধারার আদি গ্রন্থ।
• উল্লেখযোগ্য তথ্য:
-
বাইবেল না পড়েও, কোরান ও ফেরদৌসির সূত্র থেকে তিনি কাহিনির বুনিয়াদ নেন।
-
পরবর্তীতে আরও অনেক মধ্যযুগের কবি ইউসুফ জুলেখা নামের কাব্য রচনা করেন, যেমন: আব্দুল হাকিম ও শাহ মুহম্মদ গরীবুল্লাহ।
-
তবে এ ধারার প্রথম কাব্য রচনা করেন শাহ মুহম্মদ সগীরই।
0
Updated: 1 month ago
'রসিদ' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।
0
Updated: 1 month ago