একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
A
৬০০
B
৬৭৫
C
৭৫০
D
৮৯০
উত্তরের বিবরণ
প্রশ্নঃ একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
সমাধানঃ
ধরা যাক, সংখ্যাটি = x
তাহলে,
৩০% = ১৩৫
অর্থাৎ,
⇒
⇒
এখন, সংখ্যাটির ১৫০% =
⇒
⇒
উত্তরঃ খ) ৬৭৫
0
Updated: 19 hours ago
A, B, and C started a business by investing Tk. 24,000, Tk. 32,000 and Tk. 40,000 respectively. If the total profit at the end of the year is Tk. 18,900, what is B's share of the profit?
Created: 2 months ago
A
TK. 5990
B
TK. 6300
C
6660
D
3800
Question: A, B, and C started a business by investing Tk. 24,000, Tk. 32,000 and Tk. 40,000 respectively. If the total profit at the end of the year is Tk. 18,900, what is B's share of the profit?
Solution:
A, B এবং C এর বিনিয়োগের অনুপাত,
A : B : C = 24000 : 32000 : 40000
= 24 : 32 : 40
= 3 : 4 : 5
অনুপাতগুলোর যোগফল = 3 + 4 + 5 = 12
মোট লাভ = 18900 টাকা
B এর লভ্যাংশ = (B এর অনুপাত/অনুপাতগুলোর যোগফল) × মোট লাভ
= (4/12) × 18900
= (1/3) × 18900
= 6300 টাকা
সুতরাং, B এর লভ্যাংশ হল 6300 টাকা।
0
Updated: 2 months ago
(√3.√5)⁴ - এর মান কত?
Created: 2 weeks ago
A
30
B
60
C
225
D
15
প্রশ্নঃ (√3.√5)⁴ এর মান কত?
সমাধানঃ
(√3.√5)⁴
= (√(3×5))⁴
= (√15)⁴
= (15)²
= 225
উত্তরঃ গ) 225
0
Updated: 2 weeks ago
(2x-3y)/(2x+3y) = 1/7 হলে x:y = কত?
Created: 2 weeks ago
A
2:3
B
3:2
C
2:1
D
1:2
প্রশ্নঃ (2x−3y)/(2x+3y) = 1/7 হলে x : y = কত?
সমাধানঃ
প্রদত্ত,
(2x−3y)/(2x+3y) = 1/7
অতএব,
7(2x−3y) = 1(2x+3y)
⇒ 14x − 21y = 2x + 3y
⇒ 14x − 2x = 3y + 21y
⇒ 12x = 24y
⇒ x/y = 24/12
⇒ x/y = 2/1
অতএব, x : y = 2 : 1
উত্তরঃ গ) 2 : 1
0
Updated: 2 weeks ago