A
উপসর্গ
B
অনুসর্গ
C
সমাস
D
সন্ধি
উত্তরের বিবরণ
উপসর্গ: সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। অনুসর্গ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। সমাস: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
সন্ধি: সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাৎ, দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে।

0
Updated: 4 weeks ago
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 weeks ago
A
বনঃ + পতি
B
বন + পতি
C
বনস + পতি
D
বন + স্পতি
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি প্রচলিত অশুদ্ধ?
Created: 6 days ago
A
ধ্যানধারণা
B
অনুকূল
C
মরূদ্যান
D
ইতিমধ্যে
শুদ্ধ ও অশুদ্ধ শব্দ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, প্রচলিত অশুদ্ধ বানান: ইতিমধ্যে।
-
‘ইতোমধ্যে’-র অশুদ্ধ রূপ: ইতিমধ্যে
-
অর্থ: ইত্যবসরে, এর মধ্যে
-
অন্য উদাহরণ:
-
ধ্যাণধারণা → ধ্যানধারণা
-
অনূকুল → অনুকূল
-
মরুদ্যান → মরূদ্যান
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 6 days ago
'বনৌষধি' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 3 days ago
A
বন + ঔষধি
B
বন + ওষুধি
C
বন + ঔষুধি
D
বন + ওষধি
সন্ধির নিয়ম (ঔ-কার সংযোগ)
-
নিয়ম:
-
যদি কোনো শব্দে অ-কার বা আ-কার থাকে এবং তার পরে ও-কার বা ঔ-কার যুক্ত হয়, তাহলে উভয়ের মিলনে ঔ-কার উৎপন্ন হয়।
-
এই ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
-
উদাহরণ:
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 days ago