A
√মু + ক্ত
B
মহ + ক্ত
C
√মুচ্ + ক্ত
D
√মৃচ + ক্ত
উত্তরের বিবরণ
'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট মুচ্ + ক্ত, এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তসিস্থত 'চ' ও 'জ' সস্থলে 'ক' হয়। যেমন: রুট সিচ্ + ক্ত = সিক্ত, ভুজ্ + ক্ত = ভুক্ত ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
কব+তব্য
B
কর্ + তব্য
C
কর্তা + অব্য
D
কৃ+তব্য
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা ক্রিয়ামূল এবং প্রাতিপাদিক বা নাম শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন- কৃ + তব্য = কর্তব্য, নী + তা = নেতা

0
Updated: 1 month ago
‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
Created: 1 month ago
A
√দর্শন + ইয়
B
√দৃশ্ + অনীয়
C
√ দৃশ্য + নীয়
D
√দর্শন + ঈয়
সংস্কৃত কৃৎ - প্রত্যয় 'অনীয়' যোগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি - প্রত্যয় ✓ দৃশ্ + অনীয়। এরূপ ✓কৃ + অনীয় = করণীয়, ✓রিক্ষ্ + অনীয় = রক্ষণীয়।

0
Updated: 1 month ago
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
মুন + ষ্ণ
B
মনু + অব
C
মনু + ষ্ণ
D
মা + নব
‘মানব’ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায়:
👉 মানব = মনু + ণব
এখানে:
-
‘মনু’ হল ধাতু বা মূল শব্দ (প্রকৃতি)।
-
‘ণব’/‘অব’ হল প্রত্যয়।
✅ সঠিক উত্তর: খ) মনু + অব
ব্যাখ্যা:
‘মানব’ শব্দটি সংস্কৃত "মনুষ্য" (অর্থাৎ মানুষ)-এর থেকে উদ্ভূত।
‘মনু’ হল আদিপুরুষ, এবং ‘অব’ প্রত্যয়যোগে গঠিত হয়ে "মানব" শব্দটি এসেছে, যার অর্থ মানুষ।

0
Updated: 1 month ago