‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো-
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
উত্তরের বিবরণ
‘অক্ষির সমীপে’-এর সংক্ষেপ হলো সমক্ষ।
-
‘সমক্ষ’ শব্দের অর্থ হলো ‘অক্ষির সমীপে’, যা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়।
-
অন্যান্য বিকল্প:
-
‘প্রত্যক্ষ’ মানে অক্ষের সম্মুখে বা সরাসরি দেখা।
-
‘পরোক্ষ’ মানে অক্ষির অগোচরে বা পরোক্ষভাবে।
-
‘নিরপেক্ষ’ মানে পক্ষপাতহীন বা নিরপেক্ষ অবস্থান।
-
-
সমক্ষ শব্দটি বাংলা ব্যাকরণ ও শব্দচর্চায় ব্যবহার করা হয় দর্শন, অবস্থান বা দৃষ্টিভঙ্গি বোঝাতে।
-
উদাহরণ: শিক্ষকের সমক্ষ দাঁড়ানো মানে শিক্ষকের চোখের সামনে থাকা।
-
এই ধরনের সংক্ষিপ্ত শব্দ ব্যবহার বাক্যকে সংক্ষিপ্ত, স্পষ্ট ও প্রাঞ্জল করে।
-
ব্যাকরণিক দিক থেকে এটি বিশেষ্য বা অব্যয় উভয় প্রেক্ষিতে ব্যবহৃত হতে পারে, পরিস্থিতি অনুযায়ী।
0
Updated: 3 hours ago
'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
পাদক
B
পাদ্য
C
পাদঙ্ক
D
পদঙ্ক
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এক কথায় অর্থপ্রকাশ:
-
পা ধোয়ার জল → পাদ্য
-
যা বলা হয়েছে → উক্ত
-
যা বলা হয়নি → অনুক্ত
-
যা বলা হচ্ছে → বক্ষ্যমাণ
-
যা প্রকাশ করা হয়নি → অব্যক্ত
-
যা পূর্বে শোনা যায়নি → অশ্রুতপূর্ব
0
Updated: 1 month ago
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
Created: 3 months ago
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।
অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এককথায় প্রকাশ কোনটি?
Created: 3 months ago
A
অনন্যমনা
B
অন্যপক্ষ
C
অগত্যা
D
অনন্যোপায়
0
Updated: 3 months ago