Some of the characters in the play --- Macbeth , but no one --- him as much as Lady Macbeth .
A
fear /love
B
feared/loved
C
fears /love
D
fear/loves
উত্তরের বিবরণ
এই বাক্যটি বোঝার জন্য প্রথমে প্রেক্ষাপটটি খেয়াল করতে হবে। এখানে বলা হচ্ছে, "Macbeth-এর কিছু চরিত্র তাকে … করেছিল, কিন্তু কেউ তাকে … করত না যেমন Lady Macbeth করত।" বাক্যের অর্থ অনুযায়ী প্রথম অংশে ভয় পেতো (feared) এবং দ্বিতীয় অংশে ভালোবাসত (loved) প্রয়োগ করা সবচেয়ে প্রাসঙ্গিক।
• feared শব্দটি বোঝায় যে কিছু চরিত্র Macbeth-এর ক্ষমতা বা কর্মকাণ্ডের কারণে তাকে ভয় করত।
• বাক্যের দ্বিতীয় অংশে loved নির্দেশ করছে যে Lady Macbeth ছাড়া আর কেউ তাকে এতটা ভালোবাসত না।
• এভাবে শব্দের সংমিশ্রণ নাটকের চরিত্রগত সম্পর্ক ও আবেগের সঠিক চিত্র তুলে ধরে।
• অন্য বিকল্পগুলো, যেমন feared/feared বা loved/loved, অর্থের সঙ্গে সামঞ্জস্য রাখে না।
অতএব, শুদ্ধ উত্তর হলো feared/loved।
0
Updated: 5 hours ago
Which sentence has a subject-verb agreement error?
Created: 1 month ago
A
A list of items was prepared.
B
The list of items are on the table.
C
The list of items is on the table.
D
The items on the list are important.
এখানে মূল বাক্যটি Subject-Verb Agreement অনুযায়ী বিশ্লেষণ করা হয়েছে।
-
মূল বাক্য ছিল: "The list of items are on the table."
-
এখানে list হলো একবচন (singular), তাই verb is ব্যবহার করতে হবে।
-
যদিও items বহুবচন, তবুও আসল subject হলো list, আর সেটি singular।
-
সঠিক বাক্য হবে: "The list of items is on the table."
-
Collective nouns যেমন list, team, audience সাধারণত singular verb নেয়।
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 2 months ago
A
Either of the boys is good at football.
B
Either of the boys are good at football.
C
Either of the boys have been good at football.
D
Either of the boys have good at football.
The correct answer is ক) Either of the boys is good at football.
Explanation:
-
Either is a distributive pronoun used when referring to any one of two persons or things.
-
When using either, the verb that follows is always singular.
Incorrect Examples Corrected:
-
Either of the two options are acceptable.
-
Either of the two options is acceptable.
-
Either of the two boys are talented.
-
Either of the two boys is talented.
Other Notes:
-
Distributive pronouns: each, every, either, neither.
-
They emphasize one item/person out of a group, even if the group has two or more members.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago
He along with his friends ____ going to the fair.
Created: 2 months ago
A
is
B
are
C
were
D
have
Correct Answer:
He along with his friends is going to the fair.
বিশ্লেষণ:
-
মূল subject: He → singular
-
“along with his friends” → parenthetical phrase, subject-এর number পরিবর্তন করে না
-
Verb → singular (is) ব্যবহার করতে হবে
-
তাই সঠিক verb: is
বিকল্পগুলো:
-
(খ) are → plural verb, subject singular হওয়ায় ভুল
-
(গ) were → past tense, এখানে present tense প্রয়োজন
-
(ঘ) have → verb form ভুল, সাথে প্রয়োজনীয় object অনুপস্থিত
0
Updated: 2 months ago