বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 2 months ago
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হলো - - সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয় ইত্যাদি

0
Updated: 1 month ago
ডিগ্রী পদবি লেখার সময় কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন
B
কমা
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
কমা (,) এর ব্যবহার
-
বাক্য বিভাজন:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে।
-
উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
-
একাধিক বিশেষ্য/বিশেষণ:
-
পরস্পর সম্পর্কিত একাধিক পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে।
-
উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
-
সম্বোধন:
-
সম্বোধনের পরে কমা বসে।
-
উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
-
জটিল বাক্য:
-
প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে।
-
উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
-
উদ্ধৃতি:
-
উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা বসে।
-
উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।'
তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
-
তারিখ:
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে।
-
উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
-
ঠিকানা:
-
বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে।
-
উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
-
ডিগ্রী/পদবি:
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়।

0
Updated: 2 weeks ago