দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
A
ধ্বনি বিপর্যয়
B
ব্যঞ্জন বিকৃতি
C
অপিনিহিতি
D
বিপ্রকর্ষ
উত্তরের বিবরণ
ধ্বনি বিপর্যয় হলো এমন একটি ভাষাগত প্রক্রিয়া যেখানে দুটি ব্যঞ্জন ধ্বনির অবস্থান পরস্পরের সঙ্গে স্থানান্তরিত হয়। এটি সাধারণত শব্দের উচ্চারণ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এবং ভাষার ধ্বনিগত কাঠামোকে প্রভাবিত করে।
• ধ্বনি বিপর্যয় ঘটে যখন শব্দের ভেতরের ব্যঞ্জনধ্বনিগুলি একই শব্দে স্থান পরিবর্তন করে এবং নতুন ধ্বনিগত রূপ তৈরি করে।
• এটি প্রায়শই উচ্চারণকে সহজ বা স্বাভাবিক করতে ব্যবহৃত হয়।
• উদাহরণস্বরূপ, কোনো শব্দের ব্যঞ্জনবর্ণের ক্রম পরিবর্তন হলে শব্দের স্বরবর্ণে বা ছন্দে সামান্য পরিবর্তন আসতে পারে।
• বাংলা এবং অন্যান্য ভাষায় এটি ধ্বনিতত্ত্বের একটি স্বাভাবিক নিয়ম হিসেবে বিবেচিত হয়।
সুতরাং, দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলা হয়।
0
Updated: 5 hours ago
ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয় কোন বর্ণ?
Created: 3 months ago
A
অণুবর্ণ
B
ফলাবর্ণ
C
কারবর্ণ
D
রেফ
• কারবর্ণ:
স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ: া,ি, ী, ু, ূ , ৃ, ে, ৈ, ো, ৌ ।
কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।
0
Updated: 3 months ago
বাংলা বর্ণমালায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 3 months ago
A
৩২টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
মৌলিক স্বরধ্বনি
যেসব ধ্বনি বলার সময় মুখে বাতাস আটকে যায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি আছে।
তার মধ্যে:
৭টি হলো মৌলিক স্বরধ্বনি—
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
🔹 ৩০টি হলো মৌলিক ব্যঞ্জনধ্বনি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 3 months ago
নিম্নে কোনটি অল্পপ্রাণ ব্যঞ্জন?
Created: 2 months ago
A
থ
B
ঠ
C
ব
D
ধ
অল্পপ্রাণ ব্যঞ্জন
যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা কম থাকে, সেগুলোকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
উদাহরণ: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ।
মহাপ্রাণ ব্যঞ্জন
যে সব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা বেশি হয়, সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে।
উদাহরণ: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম–১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ
0
Updated: 2 months ago