'একুশে ফেব্রুয়ারি ' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
A
হাসান হাফিজুর রহমান
B
এম আর আখতার মুকুল
C
আবুল হোসেন
D
মোহাম্মদ সুলতান
উত্তরের বিবরণ
‘একুশে ফেব্রুয়ারি’ সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এটি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সংকলন।
• সংকলনটি মূলত একুশে ফেব্রুয়ারি দিবসের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে।
• এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনা ও প্রামাণ্য দলিল অন্তর্ভুক্ত আছে।
• হাসান হাফিজুর রহমান এর সম্পাদনায় গ্রন্থটি সঠিক ধারাবাহিকতায় ও শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো হয়েছে।
• সংকলনটি পাঠককে ভাষা আন্দোলনের নেপথ্য ইতিহাস এবং শহীদদের ত্যাগের কথা বোঝাতে সহায়ক।
• এর মাধ্যমে পরবর্তী প্রজন্মও বাংলার ভাষা ও সাংস্কৃতিক মর্যাদা সম্পর্কে ধারণা লাভ করে।
এইভাবে, সংকলক ও বইয়ের গুরুত্ব দুটোই স্পষ্টভাবে ফুটে ওঠে।
0
Updated: 5 hours ago
'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
Created: 2 months ago
A
কৃষ্ণচন্দ্র মজুমদার
B
রামানন্দ চট্রোপাধ্যায়
C
শামসুর রাহমান
D
সিকান্দার আবু জাফর
‘ঢাকা প্রকাশ’ পত্রিকা
-
ঢাকা প্রকাশ ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
-
এর প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
পত্রিকাটি ১৮৬১ সালের ৭ মার্চ বাবুবাজারের ‘বাঙালা যন্ত্র’ থেকে প্রথমবার প্রকাশিত হয়।
-
ঢাকা প্রকাশ প্রায় ১০০ বছর পর্যন্ত সক্রিয় ছিল।
-
পরিচালকদের মধ্যে মূল ব্যক্তিত্ব ছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 3 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
ব্রাহ্মসমাজের মুখপত্র ছিলো কোন পত্রিকা?
Created: 1 month ago
A
কল্লোল
B
তত্ত্ববােধিনী
C
সওগাত
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী পত্রিকা ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন। তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল।
পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। তবে এর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতো। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।
অক্ষয়কুমারের পর বিভিন্ন সময়ে যারা এর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ ঠাকুর
অযোধ্যানাথ পাকড়াশী
হেমচন্দ্র বিদ্যারত্ন
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
0
Updated: 1 month ago