A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
উত্তরের বিবরণ
‘আমি’ শব্দটি একটি সর্বনাম (pronoun), যা বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে। এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। তাই এটি সব লিঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ ✅

0
Updated: 4 weeks ago
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কনিষ্ঠা
B
পাঠিকা
C
লেখিকা
D
গায়িকা
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ = কনিষ্ঠা।
• আ প্রত্যয় যোগে অন্য শব্দসমূহ:
- বৃদ্ধ - বৃদ্ধা,
- প্রিয় - প্রিয়া,
- কনিষ্ঠ - কনিষ্ঠা।
অন্যদিকে,
• -ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন –
- পাঠক-পাঠিকা,
- লেখক-লেখিকা,
- গায়ক-গায়িকা।

0
Updated: 2 weeks ago
‘মরদ’-এর বিপরীত লিঙ্গ কোনটি?
Created: 4 weeks ago
A
মর্দ
B
জেনানা
C
জেনানী
D
মরদী
মরদ শব্দের অর্থ পুরুষ। জেনানা শব্দের অর্থ মহিলা।

0
Updated: 4 weeks ago
নিম্নে কোন শব্দটি অপত্নীবাচক?
Created: 2 weeks ago
A
জেলেনি
B
পাগলি
C
দাদি
D
চাচি
নারীবাচক শব্দের প্রকার:
-
অপত্নীবাচক — স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায় না।
উদাহরণ: খোকা-খুকি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, পাগল-পাগলি। -
পত্নীবাচক — স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায়।
উদাহরণ: পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি, জেলে-জেলেনি, গুরু-গুরুপত্নী।

0
Updated: 2 weeks ago