ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
A
লর্ড ডালহৌসি
B
লর্ড ক্যানিং
C
লর্ড কার্জন
D
লর্ড মিন্টো
উত্তরের বিবরণ
ব্রিটিশ ভারতের প্রশাসনিক ইতিহাসে লর্ড ক্যানিং একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়, যিনি ১৮৫৮ সালে দায়িত্ব গ্রহণ করেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার “ইস্ট ইন্ডিয়া কোম্পানি” থেকে ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে নেয়। এর ফলেই ভাইসরয়ের পদ সৃষ্টি করা হয়, এবং লর্ড ক্যানিং প্রথম এই পদে নিযুক্ত হন।
মূল তথ্যসমূহ
-
পূর্ণ নাম: চার্লস জন ক্যানিং (Charles John Canning)
-
দায়িত্বকাল: ১৮৫৮ থেকে ১৮৬২ সাল পর্যন্ত
-
পূর্ববর্তী পদ: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল (১৮৫৬–১৮৫৮)
-
প্রধান ঘটনা: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ দমন এবং ১৮৫৮ সালের ভারত শাসন আইন (Government of India Act, 1858) বাস্তবায়ন।
-
উল্লেখযোগ্য কাজ: ভারতের শাসনব্যবস্থাকে নতুনভাবে সংগঠিত করা, বিদ্রোহ-পরবর্তী শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থায় সংস্কার আনা।
-
মৃত্যু: ১৭ জুন ১৮৬২ সালে লন্ডনে।
0
Updated: 5 hours ago