A
বিশেষণ
B
অব্যয়
C
সর্বনাম
D
বিশেষ্য
উত্তরের বিবরণ
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের লিঙ্গান্তর করা সম্ভব কিন্তু অব্যয় বাক্যে ব্যবহার হয় লিঙ্গান্তর ছাড়াই।

0
Updated: 4 weeks ago
নিম্নে কোন শব্দটি অপত্নীবাচক?
Created: 2 weeks ago
A
জেলেনি
B
পাগলি
C
দাদি
D
চাচি
নারীবাচক শব্দের প্রকার:
-
অপত্নীবাচক — স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায় না।
উদাহরণ: খোকা-খুকি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, পাগল-পাগলি। -
পত্নীবাচক — স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায়।
উদাহরণ: পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি, জেলে-জেলেনি, গুরু-গুরুপত্নী।

0
Updated: 2 weeks ago
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কনিষ্ঠা
B
পাঠিকা
C
লেখিকা
D
গায়িকা
আ - প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ = কনিষ্ঠা।
• আ প্রত্যয় যোগে অন্য শব্দসমূহ:
- বৃদ্ধ - বৃদ্ধা,
- প্রিয় - প্রিয়া,
- কনিষ্ঠ - কনিষ্ঠা।
অন্যদিকে,
• -ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন –
- পাঠক-পাঠিকা,
- লেখক-লেখিকা,
- গায়ক-গায়িকা।

0
Updated: 2 weeks ago
’আমি’ শব্দটি কোন লিঙ্গ?
Created: 4 weeks ago
A
পুংলিঙ্গ
B
স্ত্রীলিঙ্গ
C
ক্লীব লিঙ্গ
D
উভয় লিঙ্গ
‘আমি’ শব্দটি একটি সর্বনাম (pronoun), যা বক্তা নিজেকে বোঝাতে ব্যবহার করে। এটি কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। তাই এটি সব লিঙ্গের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
সঠিক উত্তর: ঘ) উভয় লিঙ্গ ✅

0
Updated: 4 weeks ago