'জুলিয়াস সিজার' কেন বিখ্যাত?
A
রোমান সম্রাট হিসেবে
B
বর্ণবাদ বিরোধী হিসেবে
C
ব্রিটেনের রাজা হিসেবে
D
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরের বিবরণ
জুলিয়াস সিজার (Julius Caesar) (খ্রিষ্টপূর্ব ১০০ – খ্রিষ্টপূর্ব ৪৪) ছিলেন প্রাচীন রোমের একজন বিখ্যাত সেনাপতি, রাজনীতিবিদ ও শাসক, যিনি রোমান প্রজাতন্ত্রকে সাম্রাজ্যে রূপান্তরের পথে নিয়ে যান। তিনি দক্ষ নেতৃত্ব, সামরিক সাফল্য এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে রোমের ইতিহাসে এক স্থায়ী ছাপ রেখে যান।
সিজার রোমে একনায়কতন্ত্র (Dictatorship) প্রতিষ্ঠা করেন, যার ফলে রোমান প্রজাতন্ত্রের গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। তাঁর অন্যতম বিখ্যাত উক্তি ছিল "Veni, Vidi, Vici" যার অর্থ “এলাম, দেখলাম, জয় করলাম” — যা তিনি দ্রুত সামরিক বিজয়ের পর ব্যবহার করেছিলেন।
খ্রিষ্টপূর্ব ৪৪ সালে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়, তবে তাঁর নেতৃত্ব, সংস্কার ও কৌশল আজও বিশ্ব ইতিহাসে অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 7 hours ago
রোমের প্রেমের দেবতা ছিলেন -
Created: 2 months ago
A
জুপিটার
B
নেপচুন
C
মিনার্ভা
D
ভেনাস
রোমান সভ্যতা
ঐতিহাসিক প্রসঙ্গ: খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
ভৌগোলিক বিস্তার: ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে। মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
সাম্রাজ্যিক বিকাশ: লাতিনদের ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ ঘটে।
সাহিত্য ও সংস্কৃতি: রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব স্পষ্ট। মলিয়ে পুটাস ও টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
শাসন ব্যবস্থা: রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন; ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র শাসনে প্রভাব ফেলতে পারেনি।
ধর্ম ও দেবতা:
আকাশের দেবতা: জুপিটার
গ্রিক এথেনার জায়গায় রোমীয় দেবতা: মিনার্ভা
প্রেমের দেবতা: ভেনাস
বাতাস ও সমুদ্রের দেবতা: নেপচুন
আইন ব্যবস্থা: প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন (Roman Law)। রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।
তথ্যসূত্র: Britannica ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
কোনটি ‘চির শান্তির শহর’ হিসেবে পরিচিত?
Created: 2 weeks ago
A
রোম
B
ভেনিস
C
ভ্যাটিকান সিটি
D
এথেন্স
0
Updated: 2 weeks ago